Ruckus In Tripura Assembly: অধিবেশন চলাকালীন বিজেপি ও তিপ্রামোথা বিধায়কদের মধ্যে তুমুল গণ্ডগোল, দেখুন ত্রিপুরা বিধানসভার ভিডিয়ো

শুক্রবার বিধানসভার অধিবেশন শুরু হওয়ার পর তিপ্রামোথার বিধায়ক অনিমেষ দেববর্মা বাগাবাসা কেন্দ্রের বিজেপি বিধায়ক যাদব লাল নাথের বিধানসভার মধ্যে পর্ন সিনেমা দেখা নিয়ে প্রশ্ন তোলেন।

Photo Credits: ANI

আগরতলা: কিছুদিন আগে এপ্রিল মাসে অধিবেশন (Assembly session) চলাকালীন ত্রিপুরা বিধানসভার (Tripura Assembly) মধ্যে পর্ন সিনেমা (porn movie) দেখতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন বিজেপি বিধায়ক যাদব লাল নাথ (BJP MLA Jadav Lal Nath)। যার ভিডিয়ো (Video) পরবর্তী সময়ে ভাইরাল (Viral) হয়েছিল সোশ্যাল মিডিয়াতে (Social Media)। আর তারপরই বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক (Controversy) শুরু হয়ে ত্রিপুরার রাজ্য রাজনীতিতে।

ত্রিপুরার বাগবাসা কেন্দ্রে (Bagbassa Assembly) সিপিআইএম (CPIM) প্রার্থীকে পরাজিত করে এবারই প্রথমবারের মতো বিধায়ক হয়েছিলেন যাদব লাল নাথ।  মুখে আদর্শের কথা বললেও কর্নাটকের মতো ত্রিপুরাতেও বিধানসভার মধ্যে বিজেপি বিধায়কের পর্ন দেখার ঘটনা গেরুয়া শিবিরের আসল রূপ বলে কটাক্ষ করেছিল বিরোধীরা। শুক্রবার ফের সেই বিষয়কে কেন্দ্র করে তুমুল গণ্ডগোল (ruckus) হতে দেখা গেল ত্রিপুরা বিধানসভায়।

দেখুন ভিডিয়ো:

সংবাদ সংস্থা এএনআইয়ের টুইটার পেজে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, শুক্রবার বিধানসভার অধিবেশন শুরু হওয়ার পর তিপ্রামোথার বিধায়ক অনিমেষ দেববর্মা (Tipra MOTHA MLA Animesh Debbarma) বাগাবাসা কেন্দ্রের বিজেপি বিধায়ক যাদব লাল নাথের বিধানসভার মধ্যে পর্ন সিনেমা দেখা নিয়ে প্রশ্ন তোলেন (raised a question)। এর প্রেক্ষিতে বিধানসভার অধ্যক্ষ (Speaker of the House) বলেন, কিছু গুরুত্বপূর্ণ বিষয় (important issues) নিয়ে আলোচনা করার পর এই বিষয়ে প্রশ্ন করতে। কিন্তু, তা শুনতে চাননি তিপ্রামোথা-সহ বিরোধী রাজনৈতিক দলগুলির (opposition parties) বিধায়করা। উলটে বিধানসভার মধ্যে স্লোগান দেওয়ার পাশাপাশি বিক্ষোভ (agitating & shouting slogans) দেখাতে থাকেন। বিষয়টিকে কেন্দ্র করে বিজেপি বিধায়কদের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়তে দেখা যায় কয়েকজনকে। যার ফলস্বরূপ পাঁচজন বিধায়ককে সাসপেন্ড (suspended) করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ। আরও পড়ুন: Video: দুর্ঘটনার মুখে পেট্রল ট্যাঙ্কার, দাউ দাউ করে জ্বলল, দেখুন ভিডিয়ো

দেখুন ভিডিয়ো:

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement