Lok Sabha election 2019: পুরুলিয়া লোকসভা কেন্দ্রের ইতিহাস, প্রার্থীরা, কে এগিয়ে

পুরুলিয়া লোকসভা (Purulia Lok Sabha) কেন্দ্রে সাতটি বিধানসভা আসনগুলি হল-- বলরামপুর, বাঘমুন্ডি, জয়পুর, পুরুলিয়া (Purlia), মানবাজার, কাশীপুর, পারা (সংরক্ষিত)। এই লোকসভা আসনটি একটা সময় পুরোপুরি ফরওয়ার্ড ব্লকের দখলে ছিল। টানা দশবার এই কেন্দ্রে জেতে ফরওয়ার্ড ব্লক (All India Forward Bloc)।

জলপাইগুড়ি লোকসভায় এবার চতু্র্মুখী লড়াই। (Photo Credit: LatestLY)

কলকাতা, ১মে: পুরুলিয়া লোকসভা (Purulia Lok Sabha) কেন্দ্রে সাতটি বিধানসভা আসনগুলি হল-- বলরামপুর, বাঘমুন্ডি, জয়পুর, পুরুলিয়া (Purlia), মানবাজার, কাশীপুর, পারা (সংরক্ষিত)। এই লোকসভা আসনটি একটা সময় পুরোপুরি ফরওয়ার্ড ব্লকের দখলে ছিল। টানা দশবার এই কেন্দ্রে জেতে ফরওয়ার্ড ব্লক (All India Forward Bloc)। তারমধ্যে টানা পাঁচবার জেতেন চিত্তরঞ্জন মাহাতো। এরপর টানা চারবার জেতেন বীর সিং মাহাতো। ২০০৯ লোকসভায় তৃণমূলের জোয়ারের মাঝেও জিতেছিলেন ফ.ব প্রার্থী নরহরি মাহাতো। তবে গতবার অনেক কষ্টের পর তৃণমূল এখানে জেতে। এখন ঘাসফুলের দাপট বেড়েছে। বিজেপি-র আগে এখানে কোনও অস্তিত্বই ছিল না। তবে আচমকা পদ্মফুল এই সুন্দর পাহাড়ী পরিবেশের লোকসভাব কেন্দ্রে ফুটেছে। লড়াই জোরদার। চার দলের প্রার্থীই বেশ জনপ্রিয়। চার দলেরই সংগঠন ভাল।

পুরুলিয়া লোকসভা কেন্দ্রে কঠিন লড়াই। (File Photo)

২০১৯ লোকসভার প্রার্থীরা

মৃগাঙ্ক মাহাতো (তৃণমূল)

বীর সিং মাহাতো (ফরওয়ার্ড ব্লক)

নেপাল মাহাতো (কংগ্রেস)

জ্যোর্তিময় মাহাতো (বিজেপি)

২০১৪ লোকসভার ফলাফল

মৃগাঙ্ক মাহাতো (তৃণমূল) ৪,৬৮,২৭৭টি ভোট

নরহরি মাহাতো (ফ.ব/বামফ্রন্ট) ৩১৪,৪০০টি ভোট

নেপাল মাহাতো (কংগ্রেস) ২,৫৭,৯২৩টি ভোট

বিকাশ ব্যানার্জি (বিজেপি) ৮৬,২৩৬টি ভোট

কে এগিয়ে

বিজেপি এখানে পঞ্চায়েত নির্বাচনে দারুণ ফল করেছে। তৃণমূল বিরোধী ভোট এক জায়গায় থাকলে ফাইট হবে। তবে তৃণমূলই এগিয়ে।