PM Modi Attacks Congress: 'বিশ্বাসঘাতকতার আরেক নাম হল কংগ্রেস', কর্নাটকের সভা থেকে তোপ মোদির

'মন কি বাত'-এর ১০০তম অনুষ্ঠানের পরেই কর্নাটকের রামানাগারা জেলার চান্নাপাটানা এলাকায় জনসভা করতে গিয়ে কংগ্রেস ও জেডিএস-কে তীব্র আক্রমণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Photo Credits: ANI

চান্নাপাটানা: 'মন কি বাত' (Mann Ki Baat)-এর ১০০তম অনুষ্ঠানের পরেই কর্নাটকের (Karnataka) রামানাগারা জেলার (Ramanagara District) চান্নাপাটানা (Channapatana) এলাকায় জনসভা করতে গিয়ে কংগ্রেস (Congress) ও জেডিএস (JDS)-কে তীব্র আক্রমণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বিজেপি প্রার্থীদের সমর্থনে আয়োজিত ওই জনসভা থেকে কংগ্রেসকে বিশ্বাসঘাতকতার আরেক নাম বলেও উল্লেখ করলেন।

এপ্রসঙ্গে তিনি বলেন, "কংগ্রেস হল বিশ্বাসঘাতকতার (betrayal) আরেক নাম। তারা ভারত (India) ও কর্নাটকের (Karnataka) কৃষকদের (farmers) সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জেডিএস নিজেদের কর্নাটকের কিংমেকার (kingmaker) বলে দাবি করে আর জেডিএসকে দেওয়া সমস্ত ভোট কংগ্রেসের খাতায় গিয়ে যোগ হয়। কংগ্রেস গরিবদের (poor) অবহেলা(neglect) করে। কিন্তু, বিজেপি রাজ্যের মানুষ, কৃষক ও গরিবদের জন্য কাজ করছে। কৃষকরা ডবল ইঞ্জিন সরকারের (double-engine govt) কাছ থেকে ডবল সুবিধা (double benefits) পাচ্ছেন। কংগ্রেস ও জেডিএস-এর কাছে কর্নাটক হল শুধুমাত্র একটা এটিএম (ATM)। অন্যদিকে বিজেপির কাছে কর্নাটক হল দেশের উন্নতির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ গ্রোথ ইঞ্জিন (most important growth engine)।"

জেডিএস ও কংগ্রেসের আমলে শুধুমাত্র কিছু পরিবারের উন্নতি হয়েছে বলেও রবিবার দুপুরে অভিযোগ করেন বিজেপির সবথেকে জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদি। বলেন, "যখন কংগ্রেস ও জেডিএস সরকার ছিল তখন শুধুমাত্র বিশেষ কিছু পরিবার উন্নতি করেছিল। কিন্তু, বিজেপির কাছে এই দেশের প্রতিটি পরিবার বিজেপির নিজের পরিবার। কংগ্রেস ও জেডিএস শুধুমাত্র দেখতেই আলাদা এমনিতে একই। দুজনেই রাজবংশের দল (dynasty' parties)। কর্নাটক হল ভারতের গ্রোথ ইঞ্জিন তাই স্থিতিশীল নয় এমন সরকার এখানকার জন্য ভালো নয়। কোনও অস্থিতিশীল সরকার (unstable government) উন্নয়নের কোনও কাজই করতে পারে না, তারা শুধুমাত্র সাধারণ মানুষকে লুট করে। কংগ্রেস ও জেডিএস শুধুমাত্র দুর্নীতিকে (corruption) প্রশ্রয় দেয়। কর্নাটক তাদের খারাপ কাজের নমুনা দেখেছে।"

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now