PM Modi In Shahdol: মধ্যপ্রদেশের জনসভা থেকে কংগ্রেসকে তীব্র আক্রমণ মোদির, ভিডিয়োতে দেখুন কী বললেন প্রধানমন্ত্রী

শনিবার মধ্যপ্রদেশের শাহদোল এলাকায় জনসভা করতে গিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের আদিবাসী ও গরিব মানুষদের তারা অবহেলার চোখে দেখত বলেও অভিযোগ করেন তিনি।

Photo Credits: ANI

শাহদোল: শনিবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) শাহদোল (Shahdol) এলাকায় জনসভা করতে গিয়ে কংগ্রেসকে (Congress) তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ভারতের (India) আদিবাসী (tribal) ও গরিব মানুষদের (poor) তারা অবহেলার চোখে দেখত বলেও অভিযোগ করেন তিনি।

শাহদোলের সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, "দেশের আদিবাসী সমাজ (tribal society) ও গরিব মানুষের প্রতি সংবেদনশীল (insensitive) ছিল না আগের সরকারগুলো। এই ধরনের মানুষদের প্রতি অসম্মানজনক (disrespectful) মনোভাব পোষণ করত। যখন একজন আদিবাসী মহিলাকে (tribal woman) রাষ্ট্রপতি (President) পদে বসানোর সময় এসেছিল তখন আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলির (many parties) আচরণ (behaviour) লক্ষ্য করেছি। শাহদোল ডিভিশনে যখন কেন্দ্রীয় আদিবাসী বিশ্ববিদ্যালয় (Central Tribal University) খোলা হল তখন ওরা নিজেদের পরিবারের নামে তার নামকরণ করল। অন্যদিকে শিবরাজ সরকার (Shivraj government) চিন্ডাওয়াড়া বিশ্ববিদ্যালয়ের (Chhindwada University) নামকরণ করেছে বিপ্লবী রাজা শঙ্কর শাহের (Revolutionary Raja Shankar Shah) নামে। আমরা পাতাল পানি স্টেশনের নামও তাঁতিয়া মামার নামে রেখেছি। আগামী ৫ অক্টোবর রানী দুর্গাবতীর ৫০০তম জন্মবার্ষিকী। ভারত সরকারের তরফে এই দিনটিকে দেশজুড়ে পালন করা হবে। একটি সিনেমাও তৈরি হচ্ছে তাঁর জীবনীকে অবলম্বন করে। রানি দুর্গাবতীর নামে একটি রুপোর কয়েন প্রকাশ করা হচ্ছে। এছাড়া সরকারের তরফে প্রকাশ করা হচ্ছে একটি পোস্টাল স্ট্যাম্পও। আমরা তাঁর জীবনী থেকে পাওয়া অনুপ্রেরণার কথা ভারতের প্রতিটি বাড়িতে প্রচার করব। মধ্যপ্রদেশও উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছে যাবে।"

দেখুন ভিডিয়ো:

শনিবারের অনুষ্ঠান থেকে শতাধিক মানুষের হাতে আয়ুষ্মান ভারত যোজনার কার্ড তুলে দেওয়া হয়। এই বিষয়ে নিজের সরকারকে কৃতিত্ব দিয়ে নরেন্দ্র মোদি বলেন, "গরিব মানুষদের খরচা কমাতে আমাদের সরকার আয়ুষ্মান ভারত যোজনা চালু করেছে। আয়ুষ্মান কার্ড গরিবদের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা দেওয়ার বিষয়টি সুনিশ্চিত করে। আজকে মধ্যপ্রদেশের এক কোটি মানুষ আয়ুষ্মান ভারতের কার্ড পেয়েছেন।" আরও পড়ুন: Facial recognition ফেসিয়াল রিকগনিশনে পুরীরে রথের ভিড় থেকে ৯০ জন ছিনতাইবাজকে ধরল পুলিশ

দেখুন ভিডিয়ো: