PM Modi Road Show: আজ উত্তর কলকাতায় মোদীর রোড শো, শেষ মুহুর্তের প্রস্তুতিতে রাজ্য বিজেপি ও বিজেপি সমর্থকরা (দেখুন ভিডিও)
সপ্তম ও চূড়ান্ত পর্বের আগে কলকাতায় প্রধানমন্ত্রীর রোড শো-এর সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখতে উপস্থিত আছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী ও প্রধানমন্ত্রীর নিজের নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসাররা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার তদারকি করছেন।
শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়ি পর্যন্ত আজ রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) সপ্তম ও চূড়ান্ত পর্বের আগে কলকাতায় প্রধানমন্ত্রীর রোড শো-এর সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখতে উপস্থিত আছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী ও প্রধানমন্ত্রীর নিজের নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসাররা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার তদারকি করছেন। যে সুসজ্জিত গাড়িতে করে রোড শো এর সূচনা হবে সেটির পাশাপাশি বড় বড় কাট আউটে সেজে উঠেছে শ্যামবাজার পাঁচ মাথার মোড়। বারুইপুরের সভা শেষ করে রোড শো শুরু করবেন প্রধানমন্ত্রী। এরমধ্যে বিজেপি সমর্থকরা জড়ো হচ্ছেন রোড শো এর রাস্তায়।
রোড শোয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। প্রধানমন্ত্রীর রোড শো-কে বর্ণাঢ্য রূপ দেওয়ার জন্য থাকছে বাংলার সংস্কৃতির বিভিন্ন আঙ্গিকের বাদ্যযন্ত্র, থাকবে ঢাক-ঢোল, আদিবাসী নৃত্য, আঞ্চলিক নৃত্য । এছাড়া বাংলার বিভিন্ন সংস্কৃতিকে তুলে ধরা হবে বিশাল এই শোভাযাত্রায়। ইতিমধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠান করার মঞ্চ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন অমিত মালব্য। একই সমস্যা জানিয়েছেন সুকান্ত মজুমদারও।
দেখুন প্রস্তুতির এক ঝলক-