IPL Auction 2025 Live

Mehbooba Mufti On Imran Khan: ইমরান খানের মতো এদেশেও বিরোধীদের গ্রেফতারের চেষ্টা হয়, ভিডিয়োতে শুনুন কেন্দ্রকে আক্রমণ করে কী বললেন মেহবুবা মুফতি

ইমরান খানকে গ্রেফতার করার জন্য মরিয়া হয়ে উঠেছে শাহবাজ শরিফের সরকার। বর্তমানে কোর্টের রায়ে ইমরান কিছুটা স্বস্তি পেলেও এই বিষয়কে কেন্দ্র করে ক্রমশ সরগরম হয়ে উঠেছে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি। এই অবস্থায় দাঁড়িয়ে ভারতেও একই রকমের চেষ্টা চলছে বলে অভিযোগ করলেন পিডিপি প্রধান এবং জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

Photo Credits: PTI and ANI

নয়াদিল্লি: প্রাক্তন প্রধানমন্ত্রী (Former Prime Minister) ও পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (PTI) প্রধান ইমরান খানকে (Imran Khan) গ্রেফতার (Arrest) করার জন্য মরিয়া হয়ে উঠেছে শাহবাজ শরিফের সরকার। বর্তমানে কোর্টের রায়ে ইমরান কিছুটা স্বস্তি পেলেও এই বিষয়কে কেন্দ্র করে ক্রমশ সরগরম হয়ে উঠেছে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি। এই অবস্থায় দাঁড়িয়ে ভারতেও (India) একই রকমের চেষ্টা চলছে বলে অভিযোগ করলেন পিডিপি প্রধান (PDP Chief) এবং জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Jammu & Kashmir Former Chief Minister) মেহবুবা মুফতি (Mehbooba Mufti)।

এপ্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৃহস্পতিবার তিনি বলেন, "পাকিস্তান পুলিশ (Pakistan Police) যেভাবে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করার চেষ্টা করছে তা খুবই বাজে। তবে এখানেও মন্ত্রী (ministers) ও প্রাক্তন মন্ত্রীদের (ex-ministers) জেলে (Jail) পাঠানোর চেষ্টা চলছে। এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়।"

পুঞ্চের (Poonch) নবগ্রহ মন্দিরে (Navagraha temple) পুজো দিয়েছেন (offering prayers) মেহবুবা মুফতি। তা নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। এপ্রসঙ্গে নিন্দুকদের তীব্র আক্রমণ করে পিডিপি প্রধান বলেন, "ওই মন্দিরটি যাঁরা তৈরি করেছেন সেই যশপাল শর্মা ও তাঁর ছেলে চাইছিলেন আমি যাতে মন্দিরের ভেতরে যাই। সেই অনুযায়ী আমি মন্দিরের মধ্যে ঢুকে ছিলাম। সেখানে একজন জলভর্তি একটি পাত্র আমাকে দেন। এই পরিস্থিতি আমি যদি প্রার্থনা করতে অস্বীকার করতাম তাহলে খুবই বাজে হত। তাই আমি প্রার্থনা করেছি।" আরও পড়ুন: Indian Army Chopper Cheetah Crashes: হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেনা চপারের, তারপর...

দেখুন ভিডিয়ো: