প্রধানমন্ত্রীর পছন্দের বালাকোট এয়ারস্ট্রাইকের মূল মাথা সামন্ত গোয়েল হলেন IB প্রধান
প্রথম থেকেই মোদী ঘনিষ্ঠ ছিলেন তিনি। উরি সার্জিক্যাল স্ট্রাইক আর বালাকোচ এযারস্ট্রাইকেম মত মোদী সরকারের দুই ঐতিহাসিক কাজ বাস্তায়িত করে আরও আস্থা ভাজন হয়ে উঠেছিলেন সামন্ত গোয়েল।
দিল্লি,২৬জুন, ২০১৯: প্রথম থেকেই মোদী ঘনিষ্ঠ ছিলেন তিনি। উরি সার্জিক্যাল স্ট্রাইক (Uri Sargical Strike) আর বালাকোট( Balakot Airstrike) এযারস্ট্রাইকেম মত মোদী সরকারের দুই ঐতিহাসিক কাজ বাস্তায়িত করে আরও আস্থা ভাজন হয়ে উঠেছিলেন সামন্ত গোয়েল (Samant Goel) । তাঁকেই আইবি প্রধান নির্বাচিত করল দ্বিতীয় মোদী সরকার। ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা র-এর প্রধান নির্বাচিত করা হল সামন্ত গোয়েলকে। একইসঙ্গে ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি-র প্রধান পদে নিযুক্ত করা হল অরবিন্দ কুমারকে।
জুলাই মাসেই দুজনে নিজেদের পদে আসীন হবেন। কারণ আইবি প্রধান রাজীব জৈন ও র প্রধান অনিল কে ধাসমানার মেয়াদ শেষ হচ্ছে। এই দুজনেই ২০১৬ সালে পদে আসীন হন ও নির্বাচনের কারণে ছয় মাস মেয়াদ বৃদ্ধি হয়েছিল। আরও পড়ুন, হায়দরাবাদের নিজামের রেখে যাওয়া সাড়ে তিন কোটি পাউন্ড নাকি পাকিস্তানের, কী বলছে ভারত?
সামন্ত গোয়েল ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বালাকোটে এয়ারস্ট্রাইক ও ২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইকের অন্যতম মাথা ছিলেন। সন্ত্রাস থামাতে এনডিএ সরকারের যে পদক্ষেপ তা দারুণভাবে কার্যকর করেছিলেন এই দুঁদে অফিসার। অ