Sharad Pawar: "আমি আগুন', ভাইপো অজিত-সহ বিদ্রোহী নেতাদের এনসিপি থেকে তাড়ানোর শপথ নিয়ে মন্তব্য শরদ পাওয়ারের
ভাইপো অজিত পাওয়ার-সহ বিদ্রোহী এনসিপি নেতাদের দল থেকে তাড়ানো হবেই। শনিবার সাংবাদিক বৈঠক করে অবসর প্রসঙ্গে এনসিপি প্রধান শরদ পাওয়ার বলেন, "আমি ক্লান্ত (tired) নই, আমি অবসরপ্রাপ্ত নই, আমি আগুন। সমস্ত বিদ্রোহীকে এনসিপি থেকে বরখাস্ত করা হবেই।"
মুম্বই: ভাইপো অজিত পাওয়ার (Ajit Pawar)-সহ বিদ্রোহী এনসিপি নেতাদের (Rebel NCP leader) দল থেকে তাড়ানো (disqualified) হবেই। শনিবার সাংবাদিক বৈঠক করে অবসর (retirement) প্রসঙ্গে এনসিপি প্রধান শরদ পাওয়ার (NCP chief Sharad Pawar) বলেন, "আমি ক্লান্ত (tired) নই, আমি অবসরপ্রাপ্ত (retired) নই, আমি আগুন। সমস্ত বিদ্রোহীকে (rebels) এনসিপি থেকে বরখাস্ত করা হবেই।"
অজিত পাওয়ারের সঙ্গে দল ছেড়ে একনাথ শিন্ডের শিবিরে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রফুল্ল প্যাটেল (Praful Patel)। তিনি অভিযোগ (allegation) করেছেন, "শরদ পাওয়ার দলের সমস্ত ক্ষমতা (powers) নিজের মেয়ে সুপ্রিয়া সুলেকে (Supriya Sule) দিয়ে রেখেছেন।"
শনিবার তার জবাবে শরদ পাওয়ার বলেন, "দলের কর্মীরা চেয়েছিলেন সুপ্রিয়া সুলে রাজনীতিতে (politics) আসুক, তিনি লোকসভা নির্বাচনে লড়াই করে জিতেছেন। আমরা ১০ বছরের জন্য কেন্দ্রীয় মন্ত্রীর (Union Minister) পদ দিয়েছিলাম। তিনি লোকসভা নির্বাচনে (Lok Sabha election) হেরেছেন। তারপরেও আমরা তাঁকে রাজ্যসভার (Rajya Sabha) সাংসদ বানিয়েছি।" আরও পড়ুন: Pakistani Drone Shot Down in Punjab: ভারতের আকাশে পাকিস্তানি ড্রোনের অনধিকার প্রবেশ, গুলি করে নামাল BSF জওয়ানরা