Sharad Pawar Attack PM Modi: 'সমাজকে ঐক্যবদ্ধ না করে বিভাজিত করছে কেন্দ্র', বিজেপি ও প্রধানমন্ত্রী মোদিকে তোপ শরদ পাওয়ারের

সমাজকে ঐক্যবদ্ধ না করে বিভাজিত করছে কেন্দ্র। বুধবার বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ দেগে একথাই বললেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। এর পাশাপাশি মণিপুর নিয়েও মুখ খোলেন তিনি।

Photo Credits: ANI & FB

মুম্বই: সমাজকে ঐক্যবদ্ধ না করে বিভাজিত করছে কেন্দ্র। বুধবার বিজেপি (BJP) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) তোপ দেগে একথাই বললেন এনসিপি প্রধান শরদ পাওয়ার (NCP chief Sharad Pawar)। এর পাশাপাশি মণিপুর (Manipur) নিয়েও মুখ খোলেন তিনি।

মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শরদ পাওয়ার বলেন, "দেশ শাসনের ভার (power) এখন ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party) ও তার শরিকদের (allies) হাতে রয়েছে। তাদের দায়িত্ব হল, সমাজে (society) ঐক্য (unity) বজায় রাখা। কিন্তু, তারা মানুষের মধ্যে বিভাজন (dividing) সৃষ্টি করছে। গোয়া (Goa), মধ্যপ্রদেশ (Madhya Pradesh) ও মহারাষ্ট্র (Maharashtra)-সহ ভারতের বিভিন্ন রাজ্যে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত (toppled) করার উদাহরণ তৈরি করেছে বিজেপি। মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতা থেকে সরানোর পর কী ঘটেছে তা সবাই দেখেছেন।"

মণিপুর নিয়ে আক্রমণ করে তিনি আরও বলেন, "মণিপুরের পরিস্থিতি খুবই উদ্বেগজনক (worrying)। আমরা চেয়েছিলাম প্রধানমন্ত্রী উত্তর-পূর্বে (northeast) অন্তত একবার যান এবং সেখানকার মানুষের মনে বিশ্বাস (confidence) তৈরি করুন। কিন্তু, এই বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে ততটা গুরুত্বপূর্ণ বলে মনে হয়নি।" আরও পড়ুন: