Danish Ali On His Suspension: বহুজন সমাজ পার্টি থেকে বরখাস্ত হওয়া নিয়ে কী বললেন দানিশ আলি! দেখুন ভিডিয়ো

শনিবার বহুজন সমাজ পার্টি থেকে বরখাস্ত করা হয়েছে সাংসদ দানিশ আলিকে।

File Photo (Photo Credit: ANI)

শনিবার বহুজন সমাজ পার্টি (Bahujan Samaj Party) থেকে বরখাস্ত (suspension) করা হয়েছে সাংসদ দানিশ আলিকে (MP Danish Ali)। আরও পড়ুন: MP Danish Ali: দানিশ আলিকে শেষ অবধি সাসপেন্ড মায়াবতীর, বিএসপি সাংসদ হয়তো যোগ দেবেন কংগ্রেসেই

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এপ্রসঙ্গে দানিশ আলি বলেন, "ওনার (বিএসপি প্রধান মায়াবতী) (BSP chief Mayawati) সিদ্ধান্ত (decision) খুবই দুর্ভাগ্যজনক (unfortunate)। আমি কোনও দিনই দল বিরোধী কার্যকলাপে (anti-party activities) যুক্ত ছিলাম না। আমার আমরোহার (Amroha) মানুষরা তার সাক্ষী রয়েছেন। আমি বিজেপি সরকারের মানুষ-বিরোধী নীতিগুলোর (anti-people policies) বিরোধিতা করেছি এবং আগামী দিনেও তাই করে যাব। যদি এটা করা অপরাধ (crime) হয় তাহলে আমি সেই অপরাধ করেছি। আর এর জন্য যদি কোনও শাস্তি পেতে হয় তার জন্য আমি প্রস্তুত রয়েছি।" আরও পড়ুন: Akabruddin Owaisi: প্রোটেম স্পিকার ওয়েইসির কাছে শপথ নিতে অস্বীকার বিজেপি বিধায়কদের

দেখুন ভিডিয়ো: