IPL Auction 2025 Live

রাজ্যের নাম বদলের প্রস্তাব খারিজ করল নরেন্দ্র মোদি সরকার, পশ্চিমবঙ্গের নাম 'বাংলা' হচ্ছে না জানিয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রক

স্বরাষ্ট্রমন্ত্রকের যুক্তি, রাজ্যের প্রতিবেশী দেশ বাংলাদেশ। সেখানেও নামে 'বাংলা' রয়েছে। ফলে তা সমস্যা তৈরি করতে পারে। যদিও কেন্দ্রের যুক্তি মানছে না রাজ্য।

মমতা ব্য়ানার্জি, অমিত শাহ(Photo Credit: IANS)

কলকাতা, ৩ জুলাই, ২০১৯:  রাজ্যের নাম বদলে বাংলা করার প্রস্তাব খারিজ করে দিন নরেন্দ্র মোদি সরকার(Narendra Modi) । একদিকে যখন সীমান্ত সুরক্ষায়(Border Security) রাজ্যকে ঢালাও আর্থিক সাহায্য দিচ্ছে মোদি সরকার আরেক দিকে নাম বদলের প্রস্তাব খারিজ করে দেওয়া কোথায় যেন বৈরিতা জিইয়ে রাখলেন মোদি। বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, 'পশ্চিমবঙ্গ'(West Bengal) বদলে 'বাংলা' (Bangla)করার প্রস্তাবে অনুমোদন দেওয়া সম্ভব নয়। কারণ নিয়ম অনুযায়ী কোনও রাজ্যের নাম পরিবর্তন করতে গেলে সংবিধান সংশোধ করা প্রয়োজন হয়। কিন্তু এই সংক্রান্ত কোনও বিলই এখন পর্যন্ত পেশ করা হয়নি।

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত জানার পর মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। এই নিয়ে রাজ্য সরকার কেন্দ্রকে ফের চিঠি দেবে বলে জানিয়েছে। ২০১৬-র অক্টোবরে রাজ্যের নাম বদল করার প্রস্তাব গৃহীত হয় বিধানসভায়। সর্বদলমত নির্বিশেষে রাজ্যের 'পশ্চিমবঙ্গ' নাম বদলে নতুন নাম রাখার বিষয়ে সম্মতি জানায়। বাংলা, ইংরেজি ও হিন্দি ৩টি ভাষায় ৩টি নাম বাছা হয়- বঙ্গ, বেঙ্গল ও বঙ্গাল। কিন্তু রাজ্যের সেই প্রস্তাব ফিরিয়ে দেয় কেন্দ্র। পৃথক পৃথক নাম নয়। ৩টি ভাষাতেই এক নাম হতে হবে বলে রাজ্যকে জানায় কেন্দ্র। এরপরই রাজ্য সরকার রাজ্যের নাম ৩ ভাষাতেই 'বাংলা' রাখার সিদ্ধান্ত নেয়।আরও পড়ুন, কেন্দ্রের বঞ্চনার অভিযোগ ওড়াতে রাজ্যের সীমান্ত সুরক্ষায় মুক্ত হস্তে অর্থ সাহায্য নরেন্দ্র মোদি সরকারের

স্বরাষ্ট্রমন্ত্রকের যুক্তি, রাজ্যের প্রতিবেশী দেশ বাংলাদেশ। সেখানেও নামে 'বাংলা' রয়েছে। ফলে তা সমস্যা তৈরি করতে পারে। যদিও কেন্দ্রের যুক্তি মানছে না রাজ্য। পঞ্জাবের উদাহরণ তুলে ধরে পাল্টা সওয়াল করেছে রাজ্য সরকার। রাজ্যের যুক্তি, পাকিস্তানেও 'পঞ্জাব' নামে একটি প্রভিন্স রয়েছে। আবার এদিকে ভারতেও 'পঞ্জাব' নামে রাজ্য রয়েছে। তাতে যদি কোনও সমস্যা না হয়ে থাকে, তবে এক্ষেত্রে সমস্যা হওয়ার আশঙ্কা অযৌক্তিক। কারণ পড়শি দেশের সম্পূর্ণ নাম বাংলাদেশ।