Mayawati Breaks Ties With SP:ভাইপোর হাত ছাড়লেন পিসি, বিধানসভা উপনির্বাচনে একা লড়ার কথা ঘোষণা করলেন বসপা সুপ্রিমো মায়াবতী
পিসি ভাইপোর জোট ম্যাজিক দেখাতে পারেনি লোকসভা ভোটে। ডাঁহা ফেল করেছে।
লখনউ,৪ জুন, ২০১৯: পিসি ভাইপোর জোট ম্যাজিক দেখাতে পারেনি লোকসভা ভোটে। ডাঁহা ফেল করেছে। এবার তাই আর ভাইপোকে কাছে টানতে চাইছেন না পিসি। গতকালই রুদ্ধদ্বার বৈঠকে এই ইচ্ছের কথা জানিয়েছিলেন তিনি। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সপা -কে ছাড়াই বিধানসভা উপনির্বাচনে লড়াইয়ে নামবেন বলে জানালেন বসপা( Bahujan Samaj Party) সুপ্রিমো মায়াবতী। লোকসভা নির্বাচনে শোচনীয় ফল হওয়ায় মহাজোটের ব্যর্থতাকে দায়ী করেছেন তিনি।
মায়াবতী (Mayawati)এই ব্যার্থতার জন্য় সমাজবাদী পার্টির (Samajwadi Party)কর্মীদেরই দায়ী করেছেন. তাঁর অভিযোগ সপার কর্মীরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন না। যে কারণে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখলিশে যাদবের (Akhilesh yadav)দুই ভাইপো অক্ষয় ও ধর্মেন্দ্র যাদবও পরাজিত হয়েছেন। এ দিন সাংবাদিক বৈঠকে বহেনজি বলেন, “উত্তর প্রদেশে মাটি ফিরে পেতে সমাজবাদী পার্টির সঙ্গে জোট করেছিলাম। দুর্ভাগ্যবশত কাজ করেনি।'
বিধানসভা উপনির্বাচনে একা লড়ার কথা বলেও পরবর্তীকালে জোটের পথ খোলা রেখেছেন মায়াবতী. তিনি বলেছেন এটা কোনও চিরস্থায়ী সিদ্ধান্ত নয়। এই মুহূর্তে একা চলাই আমাদের পক্ষে সুবিধাজনক।