Lok Sabha election 2019: মথুরাপুর আসনে প্রার্থীরা, কবে ভোট, ফলাফল
পাথরপ্রতিমা (Patharpratima), কাকদ্বীপ (Kakdwip), সাগর (Sagar), কুলপি (Kulpi), রায়দীঘি (Raidighi), মন্দিরবাজার (Mandirbazar) (সংরক্ষিত), মগরাহাট পশ্চিম (Magrahat Paschim) -এই সাতটা বিধানসভা কেন্দ্রকে নিয়ে গঠিত হয়েছে মথুরাপুর লোকসভা কেন্দ্র।
পাথরপ্রতিমা (Patharpratima), কাকদ্বীপ (Kakdwip), সাগর (Sagar), কুলপি (Kulpi), রায়দীঘি (Raidighi), মন্দিরবাজার (Mandirbazar) (সংরক্ষিত), মগরাহাট পশ্চিম (Magrahat Paschim) -এই সাতটা বিধানসভা কেন্দ্রকে নিয়ে গঠিত হয়েছে মথুরাপুর লোকসভা (Mathurapur Lok Sabha) কেন্দ্র। একটা সময় সিপিএমের শক্ত ঘাঁটি ছিল মথুরাপুর (Mathurapur) কেন্দ্র। ১৯৮৯ থেকে টানা পাঁচবার জিতে সাংসদ হয়েছিলেন সিপিএমের রাধিকা রঞ্জন প্রামাণিক (Radhika Ranjan Pramanik)। এরপর ২০০৪ লোকসভায় সিপিএম প্রার্থী বাসুদেব বর্মন (Basudeb Barman)জয়ী হন। ২০০৯ লোকসভা নির্বাচন থেকে পালাবদলের শুরু। ২০০৯ লোকসভা নির্বাচনে সিপিএম প্রার্থী অনিমেষ নস্করকে হারিয়ে সাংসদ হন চৌধুরী মোহন জটুয়া (Choudhury Mohan Jatua)। গতবার, ২০১৪ লোকসভা নির্বাচনে মার্জিন বাড়িয়ে জেতেন তৃণমূলের অভিজ্ঞ এই সাংসদ। তবে এবার তাঁর লড়াই মোটেও সহজ হবে না।
২০১৯ লোকসভা নির্বাচনের প্রার্থীরা
চৌধুরী মোহন জটুয়া (তৃণমূল)-
শরত চন্দ্র হালদার (সিপিএম)-
শ্যামাপ্রসাদ হালদার (বিজেপি)
কৃত্তিবাস সর্দার (কংগ্রেস)
২০১৪ লোকসভা নির্বাচনের ফলাফল
চৌধুরী মোহন জটুয়া (তৃণমূল)- ৬,২৭,৭৬১টি ভোট
রিঙ্কু নস্কর (সিপিএম)- ৪,৮৯,৩২৫টি ভোট
তপন নস্কর (বিজেপি)- ৬৬,৫৩৮টি ভোট
মনোরঞ্জন হালদার (কংগ্রেস)- ৪৭,৭৩৬টি ভোট
ফলাফল- চৌধুরী মোহন জটুয়া (তৃণমূল) জয়ী ১,৩৮,৪৩৬ ভোটের ব্যবধানে জয়ী
কে এগিয়ে
তৃণমূল প্রার্থী তথা সাংসদ চৌধুরী মোহন জটুয়া এগিয়ে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)