Manipur Crisis: মণিপুরে রাজনৈতিক ডামাডোল! মুখ্যমন্ত্রী বীরেন সিং-এর সঙ্গ ছাড়ল Kuki People’s Alliance

হিংসাত্মক পরিস্থিতির মধ্যে মণিপুরে এবার শুরু হল রাজনৈতিক ডামাডোল। মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের সরকার থেকে সমর্থন তুলে নিল কুকি পিপলস অ্যালায়েন্স।

ফাইল ফটো (Photo Credits: Facebook/ ANI)

ইম্ফল: হিংসাত্মক পরিস্থিতির মধ্যে মণিপুরে (Manipur) এবার শুরু হল রাজনৈতিক ডামাডোল। মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের সরকার (Manipur CM Biren Singh’s government) থেকে সমর্থন তুলে নিল কুকি পিপলস অ্যালায়েন্স (Kuki People’s Alliance)। সংবাদ সংস্থা এএনআইকে কুকি পিপলস অ্যালায়েন্সের সাধারণ সম্পাদক ডবলুএল হাঙ্গসিংয়ের (Kuki People’s Alliance General Secretary WL Hangshing) তরফে জানানো হয়, তারা মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের সরকার থেকে সমর্থন তুলে নেওয়ার (withdraws support) কথা চিঠি লিখে জানিয়েছে। আরও পড়ুন:Uttar Pradesh Horror: দুই কিশোরকে নগ্ন করে গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো দেওয়ার অভিযোগ, ভাইরাল উত্তরপ্রদেশের ভিডিয়ো

গত এপ্রিল মাস থেকে অগ্নিগর্ভ হয়ে রয়েছে মণিপুরের পরিস্থিতি। এখনও পর্যন্ত মেইতি ও কুকি সম্প্রদায়ের প্রচুর মানুষ  নিহতও হয়েছেন। ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর সম্পত্তির। বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা মণিপুরে এসে পরিস্থিতি দেখে কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে দোষারোপ করেছে। সংসদও এই বিষয় নিয়ে উত্তাল। এদিকে নতুন করে লড়াই শুরু হয়েছে মেইতি ও কুকি সম্প্রদায়ের মধ্যে।



@endif