Lok Sabha Election 2024: ভোটকর্মীদের যাতায়াতের সুবিধার্থে মধ্যরাতে শিয়ালদা দক্ষিণ শাখায় বিশেষ ট্রেন, জানাল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন

দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসকের অনুরোধে এই ট্রেনগুলি চালানো হচ্ছে বলে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন। এছাড়া তিনি বলেন স্পেশাল ট্রেনগুলি হল্ট এবং ফ্ল্যাগ স্টেশন সহ সমস্ত স্টেশনেই থামবে।

Special Train on 7th Phase Election Photo Credit: Twitter@EasternRailway

আগামী ১ জুন লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোট। সেই ভোটে অংশগ্রহণকারী ভোটকর্মীদের যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে আগামী ১ ও ২ জুন মধ্যরাতে শিয়ালদা দক্ষিণ শাখায়  ইমু (EMU) স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসকের অনুরোধে এই ট্রেনগুলি চালানো হচ্ছে বলে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন। এছাড়া তিনি বলেন স্পেশাল ট্রেনগুলি হল্ট এবং ফ্ল্যাগ স্টেশন সহ সমস্ত স্টেশনেই থামবে।

নির্বাচনী বিশেষ ট্রেনের সময়ঃ- 

নামখানা - শিয়ালদহ স্পেশাল ১ জুন রাত ১১ টা ৪৫ মিনিটে নামখানা থেকে ছেড়ে ২ জুন রাত ২টো ২০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।

ডায়মন্ড হারবার শিয়ালদহ স্পেশাল ২রা জুন রাত ১টায় ডায়মন্ড হারবার থেকে ছেড়ে রাত ২টা ২৭ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।

ক্যানিং - শিয়ালদহ স্পেশাল ২ জুন রাত ১টায় ক্যানিং থেকে ছেড়ে রাত ২টা ৫মিনিটে শিয়ালদহ পৌঁছবে।

এছাড়াও, ৩৪১৬৫ বজবজ - শিয়ালদহ ইমু (EMU) লোকাল ২ জুন রাত ১২টা ৫ মিনিটের পরিবর্তে রাত সাড়ে ১২টায় বজবজ থেকে ছাড়বে বলে পূর্ব রেল সূত্রের খবর।

 



@endif