Chirag Paswan: বিজেপির সঙ্গে জোট নিয়ে কী বললেন চিরাগ পাশোয়ান? ভিডিয়োতে শুনুন তাঁর বক্তব্য

বিজেপির সঙ্গে লোক জনশক্তি পার্টির জোট হবে বলে জল্পনা চলছে বিহারে। রবিবার দুপুরে প্রশ্ন করা হলে মুখ খোলেন লোক জনশক্তি পার্টির প্রধান ও সাংসদ চিরাগ পাশোয়ান। মুখ খোলেন দলের নেতা পশুপতি কুমার পরশকে নিয়েও।

Photo Credits: ANI

পাটনা: বিজেপির (BJP) সঙ্গে লোক জনশক্তি পার্টির (Lok Janshakti Party) জোট (alliance) হবে বলে জল্পনা চলছে বিহারে। রবিবার দুপুরে প্রশ্ন করা হলে মুখ খোলেন লোক জনশক্তি পার্টির প্রধান (Lok Janshakti Party chief) ও সাংসদ (MP) চিরাগ পাশোয়ান (Chirag Paswan)। মুখ খোলেন দলের নেতা পশুপতি কুমার পরশকে (Pashupati Kumar Paras) নিয়েও।

বিজেপির সঙ্গে জোটের জল্পনা নিয়ে চিরাগ পাশোয়ান বলেন, "অনেকদিন ধরেই জোট গঠনের বিষয়ে কথা (Talks) চলছে। সম্প্রতি কয়েকজন বিজেপি নেতার সঙ্গে আমরা বৈঠকও (meetings) করেছি, খুব তাড়াতাড়ি জোটের বিষয়ে একটা সিদ্ধান্তে (decision) পৌঁছব আমরা। আমাদের দলের সমস্ত নেতাদের নিয়েও একটা বৈঠক হয়েছে। যেখানে তাঁরা বলেছেন, জোটের বিষয়ে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন সেটা তাঁরা গ্রহণ (acceptable) করবেন।"

দেখুন ভিডিয়ো:

পশুপতি কুমার পরশ সম্পর্কে প্রশ্ন করা হলে লোক জনশক্তি পার্টির প্রধান বলেন, "তিনি জোটের অংশ হবেন কী হবেন না তাতে আমার কিছু যায় আসে (affect) না। একটি জোটে একজন নেতার গুরুত্ব (importance) তাঁকে কত মানুষ সমর্থন (public support) করছেন তার ভিত্তিতেই নির্ধারিত হয়।" আরও পড়ুন: NDRF Rescues People: বন্যায় জলমগ্ন বাড়ি থেকে পাঁচজনকে উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা, ঘটনাস্থলের ভিডিয়ো

দেখুন ভিডিয়ো: