Kolkata Uttar Lok Sabha Constituency: প্রার্থীরা, কে এগিয়ে, ইতিহাস
চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্য়ামপুকুর, মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়া। এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত এই লোকসভা আসন। সুদীপ বন্দ্য়োপাধ্যায়ের ব্যক্তিগত ক্যারিশ্মা এখানে দারুণ কাজ করে।
চৌরঙ্গী ( Chowranghee ), এন্টালি (Entally), বেলেঘাটা (Beleghata), জোড়াসাঁকো (Jorasanko), শ্য়ামপুকুর (Shyampukur), মানিকতলা (Maniktala), কাশীপুর-বেলগাছিয়া (Kashipur Belgachhia)। এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত কলকাতা উত্তর ( Kolkata Uttar) লোকসভা আসন। সুদীপ বন্দ্য়োপাধ্যায় (Sudip Banerjee)-র ব্যক্তিগত ক্যারিশ্মা এখানে দারুণ কাজ করে। তবে রোজভ্যালি কাণ্ডে জেল খাটার পর সুদীপের ভাবমূর্তিতে কিছুটা ধাক্কা লেগেছে সেটা সত্য়ি। বিজেপি প্রার্থী রাহুল সিনহা (Rahul Sinha) সেটা কাজে লাগাতে পারেন কি না সেটাই দেখার। গতবার রূপা বাগচি, সোমেন মিত্রদের মত প্রার্থীদের টপকে রাহুল সিনহা দু নম্বরে উঠে এসেছিলেন। এবার রাহুলের অগ্নিপরীক্ষা।
২০১৯ লোকসভা নির্বাচনের প্রার্থীরা
সুদীপ বন্দ্যোপাধ্যায় (তৃণমূল)
রাহুল সিনহা (বিজেপি)
কনীনিকা বোস ঘোষ (সিপিএম)
সৈয়দ শাহিদ ইমাম (কংগ্রেস)
২০১৪ লোকসভা নির্বাচনের ফলাফল
সুদীপ বন্দ্যোপাধ্যায় (তৃণমূল) ৩,৪৩,৬৮৭টি ভোট (৩৫.৯৪%)
রাহুল সিনহা (বিজেপি) ২,৪৭,৪৬১টি ভোট (২৫.৮৮%)
রূপা বাগচি (সিপিএম) ১,৯৬,৫৪৯টি ভোট (২০.৫০%)
সোমেন মিত্র (কংগ্রেস) ১,৩০,৭৮৩টি ভোট (১৩.৬৮%)
কে এগিয়ে
সুদীপ বন্দ্যোপাধ্যায় (তৃণমূল) এগিয়ে। তবে লড়াইয়ে আছেন বিজেপি-র রাহুল সিনহা। শেষ হাসি কে হাসবেন তা আন্দাজ করাও খুব কঠিন।