Lok Sabha election 2019: কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থীরা,ইতিহাস, সম্ভাব্য জয়ীরা

কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, কলকাতা পোর্ট, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ-এই সাতটি কেন্দ্র নিয়ে গঠিত এই লোকসভা আসন।

দক্ষিণ কলকাতায় এবার দুই ফুলের লড়াই জমজমাট। (Photo Credit: LatestLY)

কসবা (Kasba), বেহালা পূর্ব (Behala East), বেহালা পশ্চিম (Behala West), কলকাতা পোর্ট (Kolkata Port), ভবানীপুর (Bhawanipur) , রাসবিহারী ( Rashbehari), বালিগঞ্জ (Kolkata Dakshin)-এই সাতটি কেন্দ্র নিয়ে গঠিত এই লোকসভা আসন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)-র ঘরের এই কেন্দ্র তৃণমূলের শক্ত ঘাঁটি। গতবার এই কেন্দ্রে ভবানীপুর বিধানসভায় লিড নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বিজেপি (BJP)। এবার এখানে তৃণমূল প্রার্থী মালা রায়। যে মালা রায় (Mala Roy) গতবার কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে চতুর্থ স্থান পেয়েছিলেন।

২০১৯ লোকসভা নির্বাচনের প্রার্থীরা

মালা রায় (তৃণমূল)

চন্দ্র বসু (বিজেপি)

নন্দিনী মুখার্জি (সিপিএম)

মিতা চক্রবর্তী (কংগ্রেস)

দেবব্রত সরকার (এসইউসিআই)

প্রদীপ কুমার মণ্ডল (শিবসেনা)

নির্মল কান্তি সমাদ্দার (বিএসপি)

২০১৪ লোকসভা নির্রাবচনের ফলাফল

সুব্রত বক্সি (তৃণমূল) ৪,৩১,৭১৫টি ভোট (৩৬.২৫%)

তথাগত রায় ২,৯৫,৩৭৬টি ভোট (২৫.২৮%)

নন্দিনী মুখার্জি ২,৭৯,৪১৪টি ভোট (২৩.৮৩%)

মালা রায় (কংগ্রেস) ১,১৩,৪৫৩ (৯.৭১%)

কে এগিয়ে

মালা রায় (তৃণমূল) এগিয়ে।



@endif