IPL Auction 2025 Live

AAP national party status: আপকে জাতীয় দলের মর্যাদা দিতে ১৩ এপ্রিলের মধ্যে কমিশনকে ঘোষণার নির্দেশ কর্নাটক হাইকোর্টের

হাইকোর্ট এই নির্দেশ দেওয়ার পরেই নির্বাচন কমিশনের প্রতিনিধি আদালতকে জানান, তাঁরা এই নির্দেশ আগামী ১১ এপ্রিলের মধ্যেই বাস্তবায়িত করবেন।

Photo Credits: Facebook

বেঙ্গালুরু: দুটি রাজ্যে তাদের সরকার থাকলেও জাতীয় নির্বাচন কমিশন (National Election Commission) অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে (Aam Aadmi Party) জাতীয় দলের (National Party) মর্যাদা দেওয়ার বিষয়ে গড়িমসি করছিল। এর ফলে একপ্রকার বাধ্য হয়েই কর্নাটক হাইকোর্টে (Karnataka High Court) এই বিষয়ে একটি আবেদন জানানো হয়েছিল আপের তরফে। বৃহস্পতিবার সেই মামলার রায় দিতে গিয়ে আগামী ১৩ এপ্রিলের মধ্যে এই বিষয়ে মুখ্য জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমারকে একটি অর্ডার জারি করার নির্দেশ দিল কর্নাটক হাইকোর্ট।

হাইকোর্ট এই নির্দেশ দেওয়ার পরেই নির্বাচন কমিশনের প্রতিনিধি আদালতকে জানান, তাঁরা এই নির্দেশ আগামী ১১ এপ্রিলের মধ্যেই বাস্তবায়িত করবেন।

জাতীয় নির্বাচন কমিশন ইচ্ছা করে আপ-কে জাতীয় দল হিসেবে ঘোষণা করতে দেরি করছে বলে কর্নাটক হাইকোর্টে জমা দেওয়া আবেদনে উল্লেখ করেছিলেন কর্নাটকের আপ কনভেনার পৃথ্বী রেড্ডি। ওই আবেদনে উল্লেখ করা হয়েছিল, জাতীয় দল হিসেবে যা যা দরকার তার সবকিছু পূরণ করেছে আপ। তা সত্ত্বেও তাদের দলকে জাতীয় দল হিসেবে ঘোষণা করতে অযথা দেরি করছে নির্বাচন কমিশন। এই বিষয়ে ১৯৬৮ সালের নির্বাচন সংক্রান্ত বিধির ৬বি ধারা অনুযায়ী নির্বাচনী প্রতীকের বিষয়টির কথা জানায় আপ।