Karnataka Elections Important Stats: ৬৫ শতাংশের বেশি ভোট পড়েছে কর্নাটকে, জেনে নিন সারাদিনের খুঁটিনাটি

শেষ পর্যন্ত ৬৫.৬৯ শতাংশ ভোট পড়ল কর্নাটক বিধানসভা নির্বাচনে। তার মধ্যে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটে সবথেকে বেশি ৭৬.৬৪ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে নির্বাচন কমিশন সূত্রে।

বেঙ্গালুরু: শেষ পর্যন্ত ৬৫.৬৯ শতাংশ ভোট পড়ল কর্নাটক বিধানসভা নির্বাচনে (Karnataka Assembly Elections 2023)। তার মধ্যে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটে সবথেকে বেশি ৭৬.৬৪ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে নির্বাচন কমিশন (EC) সূত্রে।

বুধবার সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছিল কর্নাটকের (Karnataka) ২২৪টি আসনের ভাগ্য নির্ধারণ করতে। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা সেই ভোটগ্রহণ শেষ হওয়ার পর দেখা যায় ২০১৮ সালের তুলনা প্রায় সাত শতাংশ কমেছে ভোট দানের হার। ২০২৮ সালে যেখানে ভোট দিয়েছিলেন ৭২ শতাংশ মানুষ। সেখানে এবার ভোট গ্রহণের শেষ হয়েছে ৬৫.৬৯ শতাংশেই।

নির্বাচন কমিশন সূত্রে খবর, সকালে খুব ধীরে সুস্থেই শুরু হয়েছিল ভোট দানের প্রক্রিয়া। খুব কম মানুষই আসছিলেন। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকও বাড়তে থাকে। তবে শেষ পর্যন্ত তা গতবারের থেকেও অনেকটা কমে দাঁড়িয়ে যায়। বিকেল পাঁচটা পর্যন্ত চিকাবল্লাপুর জেলায় সবথেকে বেশি ৭৬.৬৪ শতাংশ আর বিবিএমপি (দক্ষিণ) জেলায় সবথেকে কম ৪৮.৬৩ শতাংশ ভোট পড়েছে।

কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বেঙ্গালুরু গ্রামীণে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৭৬.১০ শতাংশ, বাগালকোটে ৭০.০৪ শতাংশ আর বেঙ্গালুরু মফস্ফল এলাকায় পড়েছে ৫২.১৯ শতাংশ। অন্যদিকে বিবিএমিপি (মধ্য) ৫০.১০ শতাংশ এবং বিবিএমপি (উত্তর) জেলায় ভোট পড়েছে ৫০.০২।

আজকের নির্বাচনে বিশিষ্ট মানুষদের মধ্যে ভোট দিয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ়ডি দেবগৌড়া, কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও কর্নাটক থেকে রাজ্যসভা সাংসদ হওয়া নির্মলা সীতারমন, কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রল্লাদ যোশী, কর্নাটকের বিদায়ী মুখ্যমন্ত্রী বাসাভারাজ বোম্মাই, প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা ও ডি ভি সদানন্দ গৌড়া, কংগ্রেস নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও জগদীশ সেট্টার, ভারতে তথ্যপ্রযুক্তি শিল্পের পথিকৃৎ ও ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের শ্বশুর এন আর নারায়ণমূর্তি ও তাঁর স্ত্রী সুধামূর্তি। আরও পড়ুন: Karnataka Assembly Election 2023: কর্নাটকের বল্লারিতে ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যেই সন্তান প্রসব যুবতীর



@endif