NRC Issue: 'বাংলাদেশীদের জন্য রাজনীতি করছেন মমতা ব্যানার্জি, উনি বরং বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করুন,' কটাক্ষ বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংয়ের

এনআরসি (NRC) নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। আর তৃণমূল সুপ্রিমো মমতাকে এবার পাল্টা দিতে গিয়ে বড় আক্রমণ করলেন বিজেপি-র বিধায়ক সুরেন্দ্র সিং (Surender Singh)। NRC ইস্যুতে মমতার ভূমিকায় ক্ষুব্ধ উত্তরপ্রদেশের রোহানিয়ার বিজেপি বিধায়ক বললেন, ''আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাফ বলেছেন অবৈধ অনুপ্রবেশকারীদের ভারতে ঠাঁই দেওয়া হবে না। এই আইনের খারাপ দিকটা কোথায় আছে?''

বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। (Photo Credits: IANS)

বালিয়া (উত্তরপ্রদেশ), ১৫ সেপ্টেম্বর: এনআরসি (NRC) নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। আর তৃণমূল সুপ্রিমো মমতাকে এবার পাল্টা দিতে গিয়ে বড় আক্রমণ করলেন বিজেপি-র বিধায়ক সুরেন্দ্র সিং (Surendra Singh)। NRC ইস্যুতে বিরোধিতা আসলে বাংলাদেশীদের স্বার্থরক্ষার জন্য আন্দোলন এমন কথাই বললেন উত্তরপ্রদেশের এই বিধায়ক। এনআরসি নিয়ে মমতার ভূমিকায় ক্ষুব্ধ উত্তরপ্রদেশের রোহানিয়ার বিজেপি বিধায়ক বললেন, ''আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাফ বলেছেন, অবৈধ অনুপ্রবেশকারীদের ভারতে ঠাঁই দেওয়া হবে না। NRC আইনের খারাপ দিকটা কোথায় আছে?''এরপর সুরেন্দ্র সিং বলেন, ''আসলে এনআরসি নিয়ে বিরোধিতা করে মমতা ভারতীয়দের কথা না ভেবে. বাংলাদেশীদের স্বার্থরক্ষার জন্য রাজনীতি করছেন। আর তাই ওনার বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করা উচিত।''

NRC নিয়ে বিরোধিতা করে ভারতীয়দের নয়, বাংলাদেশীদের স্বার্থরক্ষা হবে বলেও দাপুটে এই বিজেপি বিধায়ক অভিযোগ করেন। এরপর এই বিজেপি বিধায়ক বললেন, '' মমতা ব্যানার্জি-র খারাপ সময় আসছে, ওনার ভাষা পরিবর্তন করা উচিত। যদি উইনি বাংলাদেশী মানুষদের জন্য রাজনীতি করেন, তাহলে ওনার বাংলাদেশেই বরং চলে গিয়ে সেখানকার প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করা ভাল।'' পশ্চিমবঙ্গেও NRC কার্যকর হবে এবং সব অনুপ্রবেশকারী বাংলাদেশীদের খাবারের দুটো প্যাকেট ধরিয়ে দেশে ফেরত পাঠানো হবে বলেও সুরেন্দ্র সিং বললেন। আরও পড়ুন- বিজেপি ছাড়ছেন শোভন! জানুন কতটা সত্যি খবর

মমতা ব্যানার্জি-কে তীব্র কটাক্ষ করে সুরেন্দ্র সিং এরপর পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে মন্তব্য করেন। মমতা ব্যানার্জিকে  লঙ্কানি (লঙ্কার রানি) বলে কটাক্ষ করে বিজেপির এই দাপুটে বিধায়ক বললেন, '' যোগী আদিত্যনাথ, অমিত শাহ-দের পশ্চিমবঙ্গে ঢুকতে দেওয়া হচ্ছিল না। ঠিক যেভাবে লঙ্কায় হনুমানজি-কে ঢুকতে দেওয়া হয়নি। কিন্তু বাংলায় রামের অভিষেক হয়েছে, এবার এখানে বিজেপি সরকারও হবে।''