Bihar CM Nitish Kumar: 'বিজেপির সঙ্গে ফের হাত মেলানোর থেকে আমার মরা ভালো', বলছেন নীতীশ কুমার

সোমবার মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিহারের মুখ্যমন্ত্রী বলেন, "ইয়ে ইয়াদ রাখিয়ে কী মর যানা কবুল হ্যায় মগর উনকে সাথ যানা মুঝে কভি কবুল নহি হ্যায়।"

পাটনা: বিজেপির (BJP) সঙ্গে ফের হাত মেলানোর থেকে তাঁর মরে (death) যাওয়া ভালো বলে মন্তব্য করলেন বিহারের মুখ্যমন্ত্রী (Bihar CM) ও জেডি (ইউ) (JD (U)) নেতা নীতীশ কুমার (Nitish Kumar)। গতকালই বিজেপির তরফে ঘোষণা করা হয় যে জনপ্রিয়তা কম থাকা জনতা দল ইউনাইটেড নেতার সঙ্গে কোনও জোট করবে না তারা। এরই উত্তর দিতে গিয়ে সোমবার ওই মন্তব্য করেন বিহারের মুখ্যমন্ত্রী।

দ্বারভাঙাতে (Darbhanga) শনিবার থেকে দুদিনের রাজ্য কার্যকারিণী সমিতির (State Executive meeting) বৈঠক চলছিল বিজেপির (BJP)। রবিবার তা শেষ হওয়ার পর গেরুয়া শিবিরের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয় বিজেপি আর নীতীশ কুমারের সঙ্গে জোট করতে চায় না। সোমবার এপ্রসঙ্গে নীতীশ কুমারকে প্রশ্ন করা হলে সাংবাদিকদের তিনি জানান, বিজেপির সঙ্গে ফের জোট বেঁধে নির্বাচনে লড়াই করার থেকে তাঁর মরণ হওয়া ভালো।

সোমবার মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিহারের মুখ্যমন্ত্রী বলেন, "ইয়ে ইয়াদ রাখিয়ে কী মর যানা কবুল হ্যায় মগর উনকে সাথ যানা মুঝে কভি কবুল নহি হ্যায়।"



@endif