Digvijaya Singh: রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনে গিয়ে আর কতজনকে হাসপাতালে পাঠাতে চান? টুইটারে প্রধানমন্ত্রীকে তুলোধনা দিগ্বিজয় সিংয়ের

“প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অশুভ সময়ে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে।” বিজেপি নেতাদের একাংশের করোনা সংক্রমণের খবরের পরই টুইটারে তোপ দাগলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং (Digvijaya Singh)। একই সঙ্গে ৫ তারিখে রাম মন্দিরের ভূমি পুজো স্থগিত রাখার জন্য টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবেদনও জানান প্রবীণ কংগ্রেস নেতা। একের পর এক টুইটে দিগ্বিজয় সিং বলেন, রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের সঠিক সময় যে এটা নয় তানিয়ে আগেই সতর্ক করেছেন শঙ্করাচার্য স্বরূপানন্দ মহারাজ। তারপরেও প্রধানমন্ত্রীর সম্মতিতে নির্দিষ্ট দিনেই রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান রাখা হয়েছে।

কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৩ আগস্ট: “প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অশুভ সময়ে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে।” বিজেপি নেতাদের একাংশের করোনা সংক্রমণের খবরের পরই টুইটারে তোপ দাগলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং (Digvijaya Singh)। একই সঙ্গে ৫ তারিখে রাম মন্দিরের ভূমি পুজো স্থগিত রাখার জন্য টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবেদনও জানান প্রবীণ কংগ্রেস নেতা। একের পর এক টুইটে দিগ্বিজয় সিং বলেন, রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের সঠিক সময় যে এটা নয় তানিয়ে আগেই সতর্ক করেছেন শঙ্করাচার্য স্বরূপানন্দ মহারাজ। তারপরেও প্রধানমন্ত্রীর সম্মতিতে নির্দিষ্ট দিনেই রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান রাখা হয়েছে।

“প্রধানমন্ত্রী কি হিন্দু ধর্মের হাজার বছরের পুরনো ইতিহাসেরও ঊর্ধ্বে?” প্রশ্ন তুলেছেন দিগ্বিজয় সিং। হিন্দিতে টুইট বার্তায় দিগ্বিজয় সিং লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমন এক অশুভ সময়ে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে আর কতজনকে আপনি হাসপাতালে পাঠাতে চান? যোগী জি দয়া করে তাঁকে বোঝানোর চেষ্টা করুন। আপনার উপস্থিতিতে সনাতন ধর্মের পরম্পরা কেমন করে ভাঙবে?” আরও পড়ুন-Fact Check: বিলাসবহুল বিমানের মালিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? সত্যি ঘটনা জানালো PIB

রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে গত ২৩ জুলাই শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী বলছিলেন, “রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য এটা একটা অশুভ সময়।” তিনি বলেন, “আমরা রাম মন্দিরের কোনও পজিশন চাই না। অথবা রাম মন্দিরের ট্রাস্টি হওয়াও আমাদের উদ্দেশ্য নয়। আমরা শুধু চাই মন্দির সঠিকভাবে তৈরি হোক। এবং সঠিক সময়ে ভিত্তিপ্রস্তর স্থাপন হোক। কিন্তু এখন একেবারেই অশুভ সময়।”