হুগলি লোকসভা কেন্দ্র

তৃণমূলের আরও একটা ঘাঁটি বলা চলে। দিদি-র ডাকে বারবার সাড়া দিয়েছে হুগলি। তবে বিজেপি এবার এখানে ফাইট দেওয়ার চেষ্টায় আছে।

তৃণমূলের আরও একটা ঘাঁটি বলা চলে। দিদি-র ডাকে বারবার সাড়া দিয়েছে হুগলি। তবে বিজেপি এবার এখানে ফাইট দেওয়ার চেষ্টায় আছে। আর তাই টলিউড তারকা লকেট চ্যাটার্জিকে এখানে প্রার্থী করা হয়েছে। গত লোকসভা বীরভূম থেকে প্রার্থী হয়ে লকেট তৃতীয় স্থান পেলেও, খুব খেটেছিলেন। এবার এখানে লকেট কতটা কী করতে পারেন সেটা দেখার। গতবার এখানে বামেরা দ্বিতীয় স্থানে ছিল।

২০১৯ লোকসভার প্রার্থীরা

রত্না দে নাগ (তৃণমূল)

লকেট চ্যাটার্জি (বিজেপি)

প্রদীপ সাহা (সিপিআইএম)

প্রতুল চন্দ্র সাহা (কংগ্রেস)

সজল অধিকারী (সিপিআইএমএল)

২০১৪ লোকসভার ফলাফল

রত্না দে নাগ (তৃণমূল)- ৬,১৪,৩১২টি ভোট (৪৫.৫৪%)

প্রদীপ সাহা (সিপিআইএম)- ৪,২৫,২২৮টি ভোট (৩১.৫২%)

চন্দন মিত্র (বিজেপি)- ২,২১,২৭১টি ভোট (১৬.৪০%)

প্রীতম ঘোষ (কংগ্রেস)- ৪২,২২৬টি ভোট (৩.১৩%)

ফলাফল- রত্না দে নাগ (তৃণমূল) জয়ী ১,৮৯,০৮৪ ভোটের ব্যবধানে

কে এগিয়ে--

তৃণমূল এগিয়ে। লকেট চ্যাটার্জি চেষ্টা করছেন। লকেটের স্টারডম প্রচারে অনেকটা কাজে দিয়েছে। গতবার চন্দন মিত্র বিজেপির ভোট অনেকটা বাড়ালেও তৃতীয় হয়েছিলেন।