IPL Auction 2025 Live

Himachal Politics: হিমাচলে ১৫ জন বিজেপি বিধায়ককে বহিষ্কার, মন্ত্রী বিক্রমাদিত্য সিং  ইস্তফা দিয়ে কংগ্রেস নিশানা

অধিবেশন চলাকালীন বিধানসভার স্পিকার কুলদীপ সিংহ পাঠানিয়া বিরোধী দলনেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর সহ ১৫ জন বিজেপি বিধায়ককে বহিষ্কার করেছেন।

Speaker Suspends 15 BJP MLAs (Photo Credit: X)

নয়াদিল্লি: হিমাচল প্রদেশে (Himachal Pradesh) আজ বিধানসভার বাজেট অধিবেশন চলছে। অধিবেশনের শুরুতে তুমুল হট্টগোল হয়। অধিবেশন চলাকালীন বিধানসভার স্পিকার (Speaker) কুলদীপ সিংহ পাঠানিয়া বিরোধী দলনেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর সহ ১৫ জন বিজেপি বিধায়ককে (BJP MLAs) বহিষ্কার করেছেন। সূত্রে খবর, স্পিকারের কক্ষে স্লোগান দেওয়া এবং দুর্ব্যবহারের অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন: Koustav Bagchi: লোকসভা ভোটের আগে বড় ধাক্কা, কংগ্রেস ছাড়লেন কৌস্তভ বাগচী

সাসপেন্ড করা বিধায়কদের মধ্যে রয়েছেন বিরোধী দলনেতা জয়রাম ঠাকুর, বিপিন পারমার, বিনোদ কুমার, জনকরাজ, বলবীর ভার্মা, সুরেন্দ্র শৌরি, ইন্দর গান্ধি, হংসরাজ, লোকেন্দ্র কুমার, রণধীর শর্মা, রণবীর নিক্কা প্রমুখ । এদিকে রাজ্যের মন্ত্রী বিক্রমাদিত্য সিং মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে সুখু সরকারকে তীব্র নিশানা করেছেন ।

দেখুন