Himachal Pradesh Assembly Elections 2022: ওয়াকফ সম্পত্তির বেআইনি ব্যবহার রুখতে সমীক্ষা চালানোর দাবি জেপি নাড্ডার
হিমাচল প্রদেশে ফের ক্ষমতায় এলে ওয়াকফ সম্পত্তির বেআইনি ব্যবহার রুখতে সমীক্ষা চালাবে বিজেপি সরকার। রবিবার একথাই জানিয়ে দিলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
সিমলা: হিমাচল প্রদেশে (Himachal Pradesh) ফের ক্ষমতায় এলে ওয়াকফ সম্পত্তির (Waqf Properties) বেআইনি ব্যবহার রুখতে সমীক্ষা (Survey) চালাবে বিজেপি (BJP) সরকার। রবিবার একথাই জানিয়ে দিলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)।
হিমাচলের ভোট উপলক্ষে সিমলার (Shimla) হোটেল পিটারহফে (Hotel Peterhoff) বিজেপির নির্বাচনী ইস্তেহার (Election manifes) 'সংকল্প পত্র' (Sankalp Part) প্রকাশিত হয় রবিবার। সেই কারণে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, পাহাড়ের এই রাজ্যে ফের ক্ষমতায় ফিরলে ওয়াকফ সম্পত্তির বেআইনি ব্যবহার রুখতে বিজেপি সরকার সবরকম উদ্যোগ নেবে বলে দাবি করেন জেপি নাড্ডা।
এপ্রসঙ্গে বলে, দীর্ঘদিন ধরেই হিমাচল প্রদেশে বিভিন্ন ওয়াকফ সম্পত্তির কেউ কেউ বেআইনি ব্যবহার করছে বলে অভিযোগ উঠছে। বিজেপি ফের ওই রাজ্যে ক্ষমতায় ফিরলে বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি সমীক্ষা করা হবে। দেখা হবে ওই সম্পত্তির ব্যবহার জনস্বার্থে হচ্ছে না কেউ কেউ অবৈধভাবে তার সুবিধা নিচ্ছে।
নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার পাশাপাশি রবিবার দুপুরে সিমলায় দলীয় প্রার্থীদের ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে জনসম্পর্ক অভিযান চালান বিজেপির সর্বভারতীয় জেপি নাড্ডা।