Himachal election: ব্যক্তিগত গাড়িতে মিলল ইভিএম, ভোটে দুর্নীতির অভিযোগ কংগ্রেসের

ব্যক্তিগত গাড়িতে ইভিএম মেশিন নিয়ে যাওয়ার অভিযোগে পোলিং আধিকারিকদের একটি গাড়ি আটকাল কংগ্রেস কর্মীরা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে সিমলা জেলার রামপুর এলাকায়।

Photo Credit: ANI

রামপুর: ব্যক্তিগত গাড়িতে ইভিএম (EVM) মেশিন নিয়ে যাওয়ার অভিযোগে পোলিং আধিকারিকদের (polling party) একটি গাড়ি আটকাল কংগ্রেস কর্মীরা (Congress workers)। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে সিমলা (Shimla) জেলার রামপুর (Rampur) এলাকায়।

নতুন সরকার গঠনের জন্য শনিবার হিমাচল প্রদেশের (Himachal Pradesh) ৬৮টি আসনে নির্বাচন হয়। এরপরই রামপুর এলাকায় ব্যক্তিগত গাড়িতে ইভিএম নিয়ে যাওয়ার অভিযোগে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীদের একাংশ। তাঁদের অভিযোগ পোলিং আধিকারিকরা ইভিএম মেশিনে কারচুপি করেছেন। তাই জেলা নির্বাচনী আধিকারিকের কাছে ওই আধিকারিকদের বরখাস্ত করার দাবি জানান।

এপ্রসঙ্গে কংগ্রেস বিধায়ক নন্দলাল বলেন, ইভিএমগুলি ব্যক্তিগত গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি জানতে পেরে আমরা গাড়িটিকে অনুসরণ করার পাশাপাশি পুলিশ ও নির্বাচন কমিশনের আধিকারিকদের খবর দিই। কারণ, নিয়ম অনুযায়ী ভোটপর্ব শেষ হলে সরকারি গাড়িতে করে ইভিএমগুলি কাউন্টিং সেন্টারে নিয়ে যাওয়ার কথা।

নির্বাচন আধিকারিকদের কথায়, ৬৬ নম্বর রামপুর বিধানসভার ১৪৬ নম্বর বুথে ভোটগ্রহণের পর তাড়াতাড়ি ইভিএম/ভিভিপ্যাট (EVM/VVPAT) মেশিনগুলি সরকারি কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য ব্যক্তিগত গাড়ি ব্যবহার করা হয়েছিল। বিষয়টি বেআইনি। খবর পেয়ে পুলিশ গিয়ে কংগ্রেস কর্মীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। কংগ্রেস ও বিজেপি কর্মীদের সামনে মেশিনগুলোও চেক করে দেখা হয়। সব ঠিক থাকার পর নির্বাচনী নিয়ম ভাঙার কারণে ওই পোলিং আধিকারিকদের বরখাস্ত করা হয়েছে।