Mehbooba Mufti Attacks BJP: বিদ্যুতের দাম বৃদ্ধি ও লোডশেডিং নিয়ে বিজেপিকে তোপ, ভিডিয়োতে শুনুন মেহবুবা মুফতির বক্তব্য
জম্মু ও কাশ্মীরের বিদ্যুৎ পরিবেষার বেহাল অবস্থা ও তার দাম বৃদ্ধি নিয়ে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ও প্রশাসনকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি প্রধান মেহবুবা মুফতি।
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) বিদ্যুৎ পরিবেষার বেহাল অবস্থা ও তার দাম বৃদ্ধি নিয়ে বিজেপির (BJP) নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ও প্রশাসনকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি প্রধান মেহবুবা মুফতি ( Former J&K CM and PDP Chief Mehbooba Mufti)।
এপ্রসঙ্গে শ্রীনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "২০১৯ সালের ৫ অগাস্টের পর আমরা রাজনৈতিকভাবে ক্ষমতাহীন (politically dis-empowered) হয়ে পড়েছিলাম। কিন্তু, সাধারণ মানুষের জীবন যেভাবে নরকে পরিণত হয়েছে, যেভাবে সম্মিলিত শাস্তি (collective punishment) দেওয়া হচ্ছে, তার সবচেয়ে খারাপ উদাহরণ এই বছরের বিদ্যুতের পরিস্থিতি। দিন দিন বিদ্যুতের বিল (electricity bill) বাড়ছে। পরিস্থিতি এতটাই খারাপ যে কয়েক মিনিট পর পরই বিদ্যুৎ চলে যায়, কোনও কোনও দিন ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চলে। শহরের অবস্থা যদি এমন হয়, তাহলে গ্রামে আরও খারাপ।" আরও পড়ুন: PM Modi Attacks Congress: 'জাদুগর ও বাজিগরের খেলা চলছিল', ভিডিয়োতে শুনুন গেহলট-পাইলটের দ্বন্দ্ব নিয়ে প্রধানমন্ত্রী মোদির বক্তব্য
দেখুন ভিডিয়ো: