EVM Row: ‌১০০ শতাংশ ভিভিপ্যাট গণনার আবেদন খারিজ করল শীর্ষ আদালত

ভোট শেষ হওয়ার আগেই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি আশঙ্কা প্রকাশ করেছিলেন স্ট্রং রুমে ইভিএম বদলে দেওয়ার পরিকল্পনায় রয়েছে বিজেপি।

সুপ্রিম কোর্ট( (Photo Credits: PTI)

২০মে, ২০১৯:‌ ভোট শেষ হওয়ার আগেই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) আশঙ্কা প্রকাশ করেছিলেন স্ট্রং রুমে ইভিএম(EVM) বদলে দেওয়ার পরিকল্পনায় রয়েছে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ইভিএম সরানোর ভিডিও ভাইরাল হওয়া সেই আশঙ্কার দিকেই ইঙ্গিত করছে। যদিও নির্বাচন কমিশন (Election Commission) জানিয়ে দিয়েছে পুরোটাই গুজব। স্ট্রং রুমে সব ইভিএম নিরাপদে রয়েছে। তাতে যদিও সন্তুষ্ট নয় বিরোধীরা। দফায় দফায় ভোট পরবর্তী রণকৌশল ঠিক করার আলোচনায় মূল বিষয়ই ছিল ইভিএমে কারচুপি। ফল প্রকাশের আগেই ইভিএম নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিল বিরোধীরা।

কারচুপি রুখতে ভিভিপ্যাটের (VVPAT)একশো শতাংশ গণনার আর্জি জানিয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন তাঁরা। ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট স্লিপের একশো শতাংশ মেলানো কখনও সম্ভব নয় জানিয়ে সেই আবেদন আজ খারিজ করে দেয় শীর্ষ আদালত। চেন্নাইয়ের একটি সংস্থার পক্ষ থেকে এই আবেদন জানানো হয়েছিল। সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চ মঙ্গলবার সেই আবেদন খারিজ করে দেয়। বেঞ্চের নেতৃত্বে ছিলেন বিচারপতি অরুণ মিশ্র।



@endif