Lok Sabha Elections 2019: দমদম লোকসভা কেন্দ্রের ইতিহাস, প্রার্থীরা, সম্ভাব্য জয়ী
চর্চিত কেন্দ্র। দুঁদে তিন প্রার্থীর লড়াইয়ে জমজমাট দমদম লোকসভা কেন্দ্রের ভোট।
চর্চিত কেন্দ্র। দুঁদে তিন প্রার্থীর লড়াইয়ে জমজমাট দমদম লোকসভা (Dum Dum Lok Sabha) কেন্দ্রের ভোট। দমদমে ১৯৯৯ লোকসভা নির্বাচনে তৃণমূল (TMC)-এর সমর্থনে জিতে এসে চমকে দিয়েছিলেন বিজেপি (BJP) -র তপন সিকদার (Tapan Sikadar)। গত দুবার এখান থেকে জিতছেন তৃণমূলের অভিজ্ঞ নেতা সৌগত রায় (Sougata Roy)। একটা সময় এখানে বামেদের দাপট ছিল।
২০১৯ লোকসভা কেন্দ্রে প্রার্থীরা
সৌগত রায় (তৃণমূল)
শমিক ভট্টাচার্য (বিজেপি)
নেপালদেব ভট্টাচার্য (সিপিএম)
সৌরভ সাহা (কংগ্রেস)
২০১৪ লোকসভা কেন্দ্রের ফলাফল
সৌগত রায় (তৃণমূল): ৪,৮৩,২৪৪টি ভোট
তপন সিকদার (বিজেপি): ৩,২৮,৩১০টি ভোট
অসীম দাশগুপ্ত (সিপিএম):৩,২৮,৩১০টি ভোট
ধনঞ্জয় মিত্র (কংগ্রেস): ৩৪,১১৬টি ভোট
ফলাফল
সৌগত রায় (তৃণমূল) জয়ী ১,৫৪,৯৩৪ ভোটের ব্যবধানে জয়ী।
কে এগিয়ে
হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে প্রচারে এগিয়ে সাংসদ সৌগত রায়-ই।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)