IPL Auction 2025 Live

Presidential Election 2022: দ্রৌপদী মুর্মু না কি যশবন্ত সিনহা? আজ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতিদের তালিকা দেখুন

ভারতে ২০২২-এর রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election 2022) ভোটগ্রহণ পর্ব চলছে।ভারতের ১৫-তম রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে দুই প্রতিদ্বন্দ্বী দ্রৌপদী মুর্মু ও যশবন্ত সিনহা।

First President Dr Rajendra Prasad and Current Pres. Ramnath Kovind

ভারতে ২০২২-এর রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election 2022) ভোটগ্রহণ পর্ব চলছে।ভারতের ১৫-তম রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে দুই প্রতিদ্বন্দ্বী দ্রৌপদী মুর্মু ও যশবন্ত সিনহা। এনডিএ-র প্রার্থী দ্রৌপদী মুর্মু। অন্যদিকে বিরোধীদের মিলিত প্রার্থী যশবন্ত সিনহা। এদিকে আগামী ২৪ জুলাই রামনাথ কোবিন্দের রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হচ্ছে।সেকারণে পরবর্তী রাষ্ট্রপতি পদের ভোটগণনা হবে আগামী বৃহস্পতিবার। মুর্মু ও সিম্বার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা শেষে রাষ্ট্রপতি পদে শপথগ্রহণ অনুষ্ঠান হবে আগামী ২৫ জুলাই।আরও পড়ুন-Vicky Kaushal-Katrina Kaif’s Maldives Trip: ভি-ক্যাটের মালদ্বীপ ভ্রমণে চাঁদের হাট, দেখুন ভিডিও

স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন ডাক্তার রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল।আর এই মুহূর্তর দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আজ পর্যন্ত ভারতের ১৪ জন রাষ্ট্রপতির নামের তালিকা দেওয়া হল নিচে।