Dilip Ghosh Attacks Shantanu Sen: ‘বাজে কথা বলা, বাজে কাজ করা - এসব তৃণমূলের সংস্কৃতি’; শান্তনু সেন প্রসঙ্গে দিলীপের মন্তব্য

“হরদীপ সিং পুরীর মতো নেতার সঙ্গে এরকম ব্যবহার আমরা তো ভাবতেই পারি না। শান্তনু সেনের (Shantanu Sen) অতীত খানিকটা এরকমই। বাজে কথা বলা, বাজে কাজ করা - এসব তৃণমূলের সংস্কৃতি।”

দিলীপ ঘোষ। ফাইল ছবি। (Photo Credit: ANI Twitter)

নতুন দিল্লি, ২৩ জুলাই: “হরদীপ সিং পুরীর মতো নেতার সঙ্গে এরকম ব্যবহার আমরা তো ভাবতেই পারি না। শান্তনু সেনের (Shantanu Sen) অতীত খানিকটা এরকমই। বাজে কথা বলা, বাজে কাজ করা - এসব তৃণমূলের সংস্কৃতি।” সংসদের বাদল অধিবেশন থেকে তৃণমূল সাংসদ শান্তনু সেনের বরখাস্ত হওয়ার খবরে এভাবেই তোপ দাগলেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ গতকাল বৃহস্পতিবার সরকারি সূত্রের খবর অনুযায়ী অধিবেশন চলাকালীন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তিমন্ত্রীর বক্তব্য পেশের সময় হাত থেকে টেনে কাগজ ছেঁড়েন তৃণমূল সাংসদ শান্তনু সেন৷ এই ঘটনায় যে শান্তনু সেনের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনবে বিজেপি তা কানাঘুষো শোনা যাচ্ছিল৷ এদিন অধিবেশনের শুরুতেই শান্তনু সেনকে বরখাস্ত করেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু৷  আরও পড়ুন-West Bengal Madhyamik Class 10 Results 2021: মাধ্যমিকে ৭০ শতাংশ নম্বর পেল, পতিতালয়ে পাচার হওয়া কিশোরী

এদিন সকালেই বেঙ্কাইয়া নায়ডুর সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল ও সরকারপক্ষের সহকারী দলনেতা মুখতার আব্বাস নকভি৷ সঙ্গে ছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী ভি মুরলীধরন৷   এরপর অধিবেশনের শুরুতেই বেঙ্কাইয়া নায়ডু জানান, আগামী ১৩ অগস্ট পর্যন্ত বাদল অধিবেশন চলবে। ততদিন সাসপেন্ড থাকবেন শান্তনু সেন। তিনি বলেন, “অগণতান্ত্রিক এবং অসংসদীয় আচরণের জন্য অভিযুক্ত সাংসদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।”