Derek O'Brien: বরখাস্ত হওয়ার জের, দেখুন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ানের সংসদ চত্বরে 'নীরব প্রতিবাদ'-এর ভিডিয়ো

রাজ্যসভার চেয়ারম্যান ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে বচসার জেরে বৃহস্পতিবার শীতকালীন অধিবেশন থেকে বরখাস্ত করা হয়েছে তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও ব্রায়ানকে।

Photo Credits: ANI

নয়াদিল্লি: রাজ্যসভার (Rajya Sabha) চেয়ারম্যান ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে বচসার জেরে বৃহস্পতিবার শীতকালীন অধিবেশন থেকে বরখাস্ত (suspended) করা হয়েছে তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও ব্রায়ানকে (TMC MP Derek O'Brien)। আরও পড়ুন: Shri Krishna Janambhoomi Case: শ্রীকৃষ্ণ জন্মভূমি মামলায় শাহী ঈদগা মসজিদ চত্বরে বৈজ্ঞানিক সমীক্ষা করার আবেদনে অনুমতি এলাহাবাদ হাইকোর্টের

পরে তাঁর আচরণ পরীক্ষা ও তদন্তের জন্য বিশেষাধিকার কমিটির কাছে উল্লেখ করে ডেরেক-এর বিরুদ্ধে একটি প্রস্তাবও পাস করে। এই বিষয়ে প্রিভিলেজ কমিটিকে (Committee of Privileges) তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দেয় রাজ্যসভা।

তারপরই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ ডেরেক ও ব্রায়ানকে দেখা যায় সংসদ চত্বরে (Parliament premises) দুটি পোস্টারে 'নীরব প্রতিবাদ' (silent protest) লিখে এই ঘটনার প্রতিবাদ জানাতে। আরও পড়ুন: Telangana Blast: বেকারিতে গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে সাংঘাতিক বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ১৫ জন কর্মী

দেখুন ভিডিয়ো:

পরে বৃহস্পতিবার লোকসভা থেকে বরখাস্ত হওয়া বাকি ১৪ জন সাংসদের সঙ্গে সংসদের ভেতরেই ধরনা দেন তিনি।