Kejriwal & Akhilesh Yadav On Centre's Ordinance: অর্ডিন্যান্স নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ কেজরিওয়ালের, ভিডিয়োতে শুনুন অখিলেশ যাদবের বক্তব্য

দিল্লি সরকাররের উপর নিয়ন্ত্রণ রাখতে নয়া অর্ডিন্যান্স জারি করেছে কেন্দ্রীয় সরকার। এরপরই রাজ্য সভায় এই অর্ডিন্যান্সের বিরোধিতা করার জন্য দেশের বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে দেখা করছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

Photo Credits: ANI

লখনউ: দিল্লি সরকাররের উপর নিয়ন্ত্রণ রাখতে নয়া অর্ডিন্যান্স জারি করেছে কেন্দ্রীয় সরকার (Centre's ordinance on control of services in Delhi)। এরপরই রাজ্য সভায় (Rajya Sabha) এই অর্ডিন্যান্সের বিরোধিতা করার জন্য দেশের বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দলের ( non BJP parties) প্রধানদের সঙ্গে দেখা করছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান (Delhi CM & AAP Chief Arvind Kejriwal) অরবিন্দ কেজরিওয়াল।

বুধবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রাজধানী লখনউয়ে (Lucknow) গিয়ে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের (Samajwadi Party chief Akhilesh Yadav) সঙ্গে দেখা করে এই বিষয়ে তাঁর সমর্থন (support) চান তিনি। যে বিষয়ে তাঁকে আশ্বস্ত করেছেন অখিলেশ। পরে যৌথ সাংবাদিক বৈঠক করে কেন্দ্রের বিরুদ্ধে এই বিষয়ে তীব্র আক্রমণ করেন কেজরিওয়াল।

বিজেপির বিরুদ্ধে তোপ দেগে আপ প্রধান বলেন, "যদি বিজেপি বিরোধী দলগুলি একসঙ্গে আসে তাহলে রাজ্য সভায় হেরে যাবে এই অর্ডিন্য়ান্স। আর এই ঘটনা একটা শক্তিশালী মেসেজ (strong message) দেবে যে ২০২৪ সালে আর ক্ষমতায় আসবে না মোদি সরকার (Modi govt)। রাজ্যসভায় অর্ডিন্যান্স বিরোধিতা করে আমাদের পাশে দাঁড়ানোর কথা দিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এর জন্য তাঁকে আমি ধন্যবাদ জানাই।"

সমাজবাদী পার্টির প্রধান ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেন, "এই অর্ডিন্যান্স অগণতান্ত্রিক (anti-democratic)। আমি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এই বলে আশ্বস্ত করতে চাই যে সমাজবাদী পার্টি আপনার সঙ্গে আছে। আগামী দিনেও আপনাকে সমর্থন করবে।" আরও পড়ুন: Jajpur Shocker: ওড়িশায় ফের মর্মান্তিক দুর্ঘটনা, জাজপুর স্টেশনে ট্রেনে কাটা পড়ে মৃত ৪

দেখুন ভিডিয়ো:



@endif