Arvind Kejriwal: বিজেপি সরকার কাশ্মীরি পণ্ডিতদের নিরাপত্তা দিতে ব্যর্থ, অরবিন্দ কেজরিওয়াল

কাশ্মীরি পন্ডিতদের নিরাপত্তা দিতে ব্যর্থ বিজেপি সরকার। রবিবার এ কথা বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।

Arvind Kejriwal (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ৫ জুন:  কাশ্মীরি পন্ডিতদের নিরাপত্তা দিতে ব্যর্থ বিজেপি সরকার। রবিবার এ কথা বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এনিয়ে প্রচুর বৈঠক সমাবেশ আলাপ আলোচনা হয়েছে। সবাই এখন এনিয়ে আগামীর পরিকল্পনা জানতে চায়। আপ নেতা এদিন বলেন, “এ কাজে বিজেপি সরকার ব্যর্থ। তাদের কোনও পরিকল্পনা নেই। যখনই উপত্যকায় কোনও হত্যালীলা চলে তখনই ঝাঁপিয়ে পড়ে উচ্চপর্যায়ের বৈঠক ডেকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনেক বৈঠক হয়েছে, এবার আমরা তার বাস্তবায়ন চাই। কাশ্মীর এবার সরকারি কাজ দেখতে চায়। ”

জ্ম্মু ও কাশ্মীরে একের পর এক ঘটে চলা হত্যালীলার প্রতিবাদ এদিন যন্তরমন্তরে বিক্ষোভ সমাবেশের ডাক কিয়েছিল আম আদমি পার্টি। সেই সমাবেশেই একথা বলেন অরবিন্দ কেজরিওয়াল। উপত্যকায় সাম্প্রতিক হত্যালীলার বিরুদ্ধে প্রতিবাদ শামিল হতে চাইছেন কাশ্মীরি পণ্ডিতরা। তবে জম্মু ও কাশ্মীর প্রশাসন সেই প্রতিবাদ সভার অনুমতি দিচ্ছে না। এমনই অভিযোগ করেছেন কেজরিওয়াল।

কাশ্মীর ফাইলস সিনেমার নামে বিজেপির নেতা মন্ত্রীরা কুম্ভীরাশ্রু বিসর্জন করছেন। আজ যখন কাশ্মীরি পণ্ডিতরা বিপর্যস্ত অসহায়, তখন বিজেপির নেতা মন্ত্রীরা কোথায় লুকিয়ে আছেন? মোদিজির কাছে এই প্রশ্নের উত্তর চাই। সমাবেশ থেকে গর্জে উঠলেন আপ সাংসদ সঞ্জয় সিং।