Himachal Assembly polls: হিমাচলে ভোটের আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ ২৬ নেতার

হিমাচল প্রদেশে ভোটের আগেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ২৬ জন নেতা। এদের মধ্যে হিমাচল প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন রাজ্য সম্পাদক ধর্মপাল ঠাকুর খন্দও ছিলেন।

Photo Credit: ANI

সিমলা: হিমাচল প্রদেশে (Himachal Pradesh) ভোটের (elections) আগেই কংগ্রেস (Congress) ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিলেন ২৬ জন নেতা। এদের মধ্যে হিমাচল প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন রাজ্য সম্পাদক ধর্মপাল ঠাকুর খন্দও ছিলেন।

চারদিন বাদে বিধানসভা নির্বাচন হতে চলেছে হিমাচল প্রদেশে। তার আগে সোমবার কংগ্রেস দল ছেড়ে শাসক দল বিজেপিতে যোগ দিলেন ২৬ জন নেতা-সহ একাধিক কর্মী। এর ফলে ভোটের আগেই বড় ঝাটকা খেল কংগ্রেস। সোমবার দলে আসা কংগ্রেস নেতাদের স্বাগত জানান হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, বিজেপির রাজ্য নির্বাচনী ইনচার্জ সুধন সিং ও সিমলার বিজেপি প্রার্থী সঞ্জয় সুদ।

বিজেপি সূত্রে জানা গেছে, কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসা ওই নেতারা হলেন, রাজ্যের প্রাক্তন সাধারণ সম্পাদক ধর্মপাল ঠাকুর, প্রাক্তন সম্পাদক আকাশ সাহানি, প্রাক্তন কাউন্সিলর রঞ্জন ঠাকুর, প্রাক্তন জেলা সহ-সভাপতি অমিত মেহতা, মেহের সিং কানোয়ার, যুব নেতা রাহুল নেগি, যোগীন্দর ঠাকুর, নরেশ ভার্মা, যোগেন্দর সিং, রাকেশ চৌহান, ধর্মেন্দ্র কুমার, বীরেন্দ্র শর্মা, রাহুল রাওয়াত, সনু শর্মা, অরুণ কুমার, শিবম কুমার, গোপাল ঠাকুর-সহ বাকিরা।

দলে আসা নতুন সদস্যদের স্বাগত জানিয়ে হিমাচলের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা জয়রাম ঠাকুর বলেন, আসুন সবাই মিলে বিজেপির ঐতিহাসিক জয়ের জন্য একসঙ্গে কাজ করি।



@endif