Bihar Assembly Election Results 2020: বিহারে আজ মহারণের ফল, শুরু হয়েছে ভোট গণনা

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। মঙ্গলবারই নির্ধারিত হয়ে যাবে আগামী পাঁচ বছরের জন্য কে হচ্ছেন বিহারবাসীর ভাগ্যনির্মাতা (Bihar Assembly Election Results 2020)। সমস্ত ভোট পরবর্তী সমীক্ষা বলছে, তেজস্বী যাদবের তেজে পুড়ে ছাই হয়ে যাবে নীতীশ কুমার এনডিএ জোট। এবারও বিহারে জয়ের মুকুট পরবে কংগ্রেস আরজেডির মহাজোট। তবে বুথফেরত সমীক্ষার উপরে সবাই ভরসা রাখছে না। বিজেপি তো এবিষয়ে বিশেষ আশাবাদী। যতক্ষণ না ফল প্রকাশ হচ্ছে ততক্ষণ আনন্দ করে নিক যাদব পরিবার। এগজিট পোলকে ফুৎকারে উড়িয়ে বিহারে ফের ক্ষমতায় ফিরছে নীতীশ কুমার বিজেপি জোট।

বিরাট সমাবেশে তেজস্বী যাদব(Photo Credits: PTI)

পাটনা, ১০ নভেম্বর: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। মঙ্গলবারই নির্ধারিত হয়ে যাবে আগামী পাঁচ বছরের জন্য কে হচ্ছেন বিহারবাসীর ভাগ্যনির্মাতা (Bihar Assembly Election Results 2020)। সমস্ত ভোট পরবর্তী সমীক্ষা বলছে, তেজস্বী যাদবের তেজে পুড়ে ছাই হয়ে যাবে নীতীশ কুমার এনডিএ জোট। এবারও বিহারে জয়ের মুকুট পরবে কংগ্রেস আরজেডির মহাজোট। তবে বুথফেরত সমীক্ষার উপরে সবাই ভরসা রাখছে না। বিজেপি তো এবিষয়ে বিশেষ আশাবাদী। যতক্ষণ না ফল প্রকাশ হচ্ছে ততক্ষণ আনন্দ করে নিক যাদব পরিবার। এগজিট পোলকে ফুৎকারে উড়িয়ে বিহারে ফের ক্ষমতায় ফিরছে নীতীশ কুমার বিজেপি জোট। এদিকে যতই সময় এগিয়ে আসছে দুই তরফ ততই জয়ের আনন্দে একে অপরকে দোষারোপ শুরু করছে। আধঘণ্টা হয়ে গেল শুরু হয়েছে ভোট গণনা। আরও পড়ুন-COVID-19 Vaccine: তৃতীয় দফার ট্রায়ালে কোভিড-১৯ প্রতিরোধে তৈরি ৯০% কার্যকর, জানালো মার্কিন ওষুধ নির্মাতা কোম্পানি ফাইজার

বিরোধী মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব এ বারও বৈশালী জেলার রাঘোপুর থেকেই ভোটে দাঁড়িয়েছেন।তাঁর দিকেই তাকিয়ে গোটা বিহার শুধু নয় কেন্দ্রের বিরোধী রাজনৈতিক দলগুলি। কারণ বিহার নির্বাচনের ফলাফলই ঘুরিয়ে দিতে পারে ভারতের রাজনৈতিক পালাবদলের মুখ। বাকিটা সময় বলবে।



@endif