Priyanka Gandhi: উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী অবশ্যই প্রিয়ঙ্কা গান্ধী, বললেন কার্তি চিদম্বরম
উত্তরপ্রদেশেই আসলে জাতীয়স্তরে রাজনৈতিক দল হিসেবে কংগ্রেসের পুনরুজ্জীবন ঘটতে চলেছে। কংগ্রেসের লোকসভা সাংসদ কার্তি চিদম্বরম বৃহস্পচিবার এক দলীয় অনুষ্ঠানে সাধারণ সম্পাদক আগামী উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের তরফে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে প্রিয়ঙ্কা গান্ধীর (Priayanka Gandhi) নাম ঘোষণা করেন। এক টুইটে কার্তি চিদম্বরম বলেন, “দলের সিনিয়র নেতাকে অবশ্যই লখনউয়ের হতে হবে। সেখান থেকেই গোটা দলকে পরিটালনা করতে হবে। উত্তরপ্রদেশের হাত ধরেই জাতীয় স্তরে কংগ্রেসের পুনরুজ্জীবন ঘটবে। স্পষ্ট বিবৃতি হল, আগামী বিধানসবা নির্বাচনে উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রীর পদে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রিয়ঙ্কা গান্ধী। লখনউতে থেকে দলের নেত্রীকে এই কাজের দায়িত্ব নিতে হবে।”
রাহুল গান্ধী, ২ জুলাই: উত্তরপ্রদেশেই আসলে জাতীয়স্তরে রাজনৈতিক দল হিসেবে কংগ্রেসের পুনরুজ্জীবন ঘটতে চলেছে। কংগ্রেসের লোকসভা সাংসদ কার্তি চিদম্বরম বৃহস্পচিবার এক দলীয় অনুষ্ঠানে সাধারণ সম্পাদক আগামী উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের তরফে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে প্রিয়ঙ্কা গান্ধীর (Priayanka Gandhi) নাম ঘোষণা করেন। এক টুইটে কার্তি চিদম্বরম বলেন, “দলের সিনিয়র নেতাকে অবশ্যই লখনউয়ের হতে হবে। সেখান থেকেই গোটা দলকে পরিটালনা করতে হবে। উত্তরপ্রদেশের হাত ধরেই জাতীয় স্তরে কংগ্রেসের পুনরুজ্জীবন ঘটবে। স্পষ্ট বিবৃতি হল, আগামী বিধানসবা নির্বাচনে উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রীর পদে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রিয়ঙ্কা গান্ধী। লখনউতে থেকে দলের নেত্রীকে এই কাজের দায়িত্ব নিতে হবে।” আরও পড়ুন- TikTok Ban In India: টিকটক নিষিদ্ধ, ভারতে ৬০০ কোটি টাকার ক্ষতির মুখে পড়তে চলেছে চিনা সংস্থা বাইটড্যান্স
একের পর এক ঘটনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের যোগী সরকারের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন প্রিয়ঙ্কা গান্ধী। কেন্দ্রের নির্দেশে তাঁকে দিল্লির সরকারি বাসভবন ছাড়তে হচ্ছে। আগামীমাসেই লখনউয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিলা কাউলের বাংলোতে শিফট করছেন প্রিয়ঙ্কা। মে মাসে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে যোগী সরকারের কাছে বাস পরিষেবা চালুর অনুমতি চেয়েছিল কংগ্রেস। যাতে কংগ্রেসের উদ্যোগে সেই বাসে চড়ে লকডাউনে দিল্লিতে আটকে পড়া পরিযায়ী শ্রমিকরা উত্তরপ্রদেশে নিজেদের বাড়িতে ফিরতে পারেন। যাইহোক বিষয়টি নিয়ে অনেক জলঘোলা হয়, রাজ্যের পরিযায়ী শ্রমিকদের সহযোগিতায় এগিয়ে আসতে চাইলেও বিরোধী কংগ্রেসের এহেন অনুরোধকে নিয়ে কম রাজনৈতিক জলঘোলা করেনি উত্তরপ্রদেশের শাসক বিজেপি।