Rahul Gandhi: প্রবল তুষারপাতের মধ্যে বক্তব্য রাখছেন রাহুল গান্ধী, ভিডিয়ো দেখে জানুন কেন সোয়েটার পরেন না কংগ্রেস সাংসদ!

কিন্তু, সেই সব জল্পনা মিথ্যে করে ভারত জোড়ো যাত্রার গ্র্যান্ড ফিনালে-তে সবার মন জয় করে নিলেন রাহুল গান্ধী। প্রবল তুষারপাতের মধ্যে মাথায় ছাতা ছাড়া দাঁড়িয়ে বক্তব্য রেখে অনেকের মনে জ্বালিয়ে দিলেন দেশের জন্য কিছু করার আগুন।

Photo Credits: ANI

শ্রীনগর: সোমবার সকাল থেকে শ্রীনগরের (Srinagar) পরিবেশ দেশে মনে হয়েছিল। ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) শেষটা মনে হয় ভালোভাবে মিটবে না। চারিদিকে ক্রমাগত প্রবল তুষারপাতের (heavy Snowfall) মধ্যে সাধারণ মানুষের সেভাবে সাড়া পাওয়া যাবে না। কংগ্রেস (Congress) কর্মী-সমর্থকদের পক্ষেও প্রতিকূল পরিবেশের মধ্যে শ্রীনগরের সভাস্থলে জমায়েত করা শক্ত হবে।

কিন্তু, সেই সব জল্পনা মিথ্যে করে ভারত জোড়ো যাত্রার গ্র্যান্ড ফিনালে-তে সবার মন জয় করে নিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। প্রবল তুষারপাতের মধ্যে মাথায় ছাতা ছাড়া দাঁড়িয়ে বক্তব্য রেখে অনেকের মনে জ্বালিয়ে দিলেন দেশের জন্য কিছু করার আগুন। পাশাপাশি জানিয়ে দিলেন কেন তিনি প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেও সোয়েটার (sweaters) বা জ্যাকেট (jackets) না পরে ভারত জোড়ো যাত্রা করেছেন তার কারণ।

এক ডজন রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চল উপর দিয়ে ঐতিহাসিক ভারত জোড়ো যাত্রা করে কয়েকদিন আগেই জম্মু ও কাশ্মীরে পৌঁছেছেন রাহুল গান্ধী। তারপর শ্রীনগরের ঐতিহ্যশালী স্থানে লালচকে জাতীয় পতাকাও উত্তোলন করেছেন। সোমবার সেই বহুচর্চিত যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে প্রবল তুষারপাতকে উপেক্ষা করে শ্রীনগরে সভাস্থলে উপস্থিত কংগ্রেস কর্মী-সমর্থক ও সাধারণ জনতার সামনে বক্তব্য রাখার সময়ও রাহুল গান্ধীকে দেখা গেল সোয়েটার বা জ্যাকেট গায়ে না দিয়ে ছাতা ছাড়াই।

এখানে বক্তব্য রাখার সময় সোয়েটার বা জ্যাকেট না পড়েই ভারত জোড়ো যাত্রার করার কারণ ব্যক্ত করেন তিনি। এপ্রসঙ্গে কংগ্রেস সাংসদ বলেন, "একদিন আমার কাছে চারটি শিশু আসে। তাদের দেখেই ভিখারি মনে হচ্ছিল। পেটে কিছু খাবার নেই বলেও মুখ দেখে বোঝা যাচ্ছিল। শরীরে কোনও জ্যাকেট বা সোয়েটারও ছিল না তাদের। এই দেখেই আমার মনে হয় তারা যদি সোয়েটার বা জ্যাকেট না পরে থাকতে পারে তাহলে আমিও সোয়েটার বা জ্যাকেট পরব না।"