Adhir Chowdhury Attack PM Modi: 'ইন্ডিয়া জোট মোদিজি-র ঘুম কেড়ে নেবে', বলছেন অধীর
সদ্য নিজের সাংসদ পদ ফিরে পেয়েছেন বহরমপুরের সাংসদ ও পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
নয়াদিল্লি: সদ্য নিজের সাংসদ পদ ফিরে পেয়েছেন বহরমপুরের সাংসদ ও পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Congress MP Adhir Ranjan Chowdhury)। আর তারপরই বৃহস্পতিবার এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, "এই বিষয়ে তাঁর কোনও দোষ ছিল না আর তাঁর সম্পর্কে ভুল ধারণা তৈরি করা হয়েছে। যদি কেউ প্রমাণ করতে পারে যে তিনি কোনও অসংসদীয় (Un parliamentary) কাজ করেছেন তা হলে রাজনীতি থেকে অবসর নেবেন তিনি।"
এরপরই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) তীব্র আক্রমণ করে তিনি বলেন, "ইন্ডিয়া জোট (INDIA alliance) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘুম (sleep) কেড়ে নেবে। এর জন্য বিজেপি নেতা সম্বিত পাত্রকে (Sambit Patra) প্রধানমন্ত্রীর জন্য ঘুমের বড়ি জোগাড় করে রাখতে বলেন অধীর চৌধুরী।"
সংবাদ সংস্থা এএনআইয়ের সাংবাদিককে সাক্ষাৎকার দিতে গিয়ে অধীর চৌধুরী বলেন, "আইন অনুযায়ী হাউসে আমি আমার চিন্তাভাবনা ব্যক্ত করেছি। যদি আমাকে হাউসে এর ব্যাখ্যা দিতে
হয় তাহলে আমি তা দিতে প্রস্তুত। যেভাবে কংগ্রেস সম্পর্কে হাউসে বিতর্কিত মন্তব্য করা হয়েছে তা রেকর্ড করা হয়েছে। এই বিষয়ে কে চিন্তা করছে। যদি এটা প্রমাণ হয় যে আমি সংসদে কোনও বাজে শব্দ প্রয়োগ করেছি তাহলে রাজনীতি থেকে আমি সরে যাব। ইন্ডিয়া জোট মোদিজির ঘুম কেড়ে নেবে। আমি সম্বিত পাত্রকে পরামর্শ দেব প্রধানমন্ত্রীর জন্য ঘুমের বড়ি জোগাড় করার জন্য। ইন্ডিয়া জোট প্রধানমন্ত্রী মোদির জন্য খুব বড় একটা বিপদে পরিণত হবে।" আরও পড়ুন: Mamata Banerjee: ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে মুম্বইয়ে মমতা, দেখুন ভিডিয়ো