Priyanka Gandhi In Kanker: ফের ক্ষমতায় ফিরলে ছত্তিশগড়ে জাতিগত জনগণনার প্রতিশ্রুতি, ভিডিয়োতে শুনুন আরও কী বললেন প্রিয়াঙ্কা গান্ধী

শুক্রবার ছত্তিশগড়ের কানকেরে জনসভা করতে গিয়ে কংগ্রেস ও গান্ধী পরিবারের সঙ্গে ছত্তিশগড়ের দীর্ঘদিনের সম্পর্কের স্মৃতিচারণা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।

Photo Credits: ANI

কানকের: শুক্রবার ছত্তিশগড়ের (Chhattisgarh) কানকেরে (Kanker) জনসভা (public event) করতে গিয়ে কংগ্রেস (Congress) ও গান্ধী পরিবারের (Gandhi Family) সঙ্গে ছত্তিশগড়ের দীর্ঘদিনের সম্পর্কের স্মৃতিচারণা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Congress General Secretary Priyanka Gandhi Vadra)। পাশাপাশি রাজ্যে ফের ক্ষমতা ফিরলে বিহারের (Bihar) মতো এখানেও জাতিগত জনগণনা (caste census) করার প্রতিশ্রুতি দিলেন তিনি।

কানকেরের জনসভা থেকে গান্ধী পরিবার ও কংগ্রেসের সঙ্গে ছত্তিশগড়ের সম্পর্কের কথা বলতে গিয়ে প্রিয়াঙ্কা বলেন, "একমাত্র সময়ের সঙ্গেই ভরসা (trust) বাড়ে। আজকে ছত্তিশগড়ে কংগ্রেস সরকারের প্রতি আপনাদের যদি ভরসা জন্মে থাকে তার কারণ হল বর্তমান সরকার কংগ্রেসের পুরনো ঐতিহ্যকে (old tradition) মেনেই চলছে এখানে। আমার পরিবারেরও ছত্তিশগড়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক (old association) রয়েছে। পণ্ডিত নেহরু (Pt Nehru) এখানে এসেছিলেন স্বাধীনতা আন্দোলনের (freedom struggle) সময়। আমার ঠাকুমা ইন্দিরা জি (Indira Ji) বস্তারে (Bastar) এসেছিলেন ১৯৭২ সালে। আমার বাবা এবং মা-ও একাধিকবার বস্তারে এসেছেন ছত্তিশগড়ের মানুষ কী কী সমস্যার সম্মুখীন হন তা বুঝে সমাধানের রাস্তা খুঁজতে। এইভাবেই ধীরে ধীরে ছত্তিশগড়ে নিজেদের ভরসার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে কংগ্রেস দল।"

দেখুন ভিডিয়ো:

ফের ক্ষমতা এলে জাতিগত জনগণনার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, "আমি ঘোষণা করছি যে যদি ছত্তিশগড়ে কংগ্রেস ফের ক্ষমতায় ফেরে তাহলে বিহারের মতো এই রাজ্যেও আমরা জাতিগত জনগণনা করব।" আরও পড়ুন: Surat Shocker: মর্মান্তিক! গরবা নাচের প্রশিক্ষণের সময় মাটিতে পড়ে মৃত যুবক

দেখুন ভিডিয়ো: