Priyanka Gandhi In Bhilai: ছত্তিশগড়ে লোকশিল্পীদের সঙ্গে নাচে মত্ত প্রিয়াঙ্কা গান্ধী, ভিডিয়োতে দেখুন সেই নাচ ও শুনুন কংগ্রেস নেত্রীর বক্তব্য
বৃহস্পতিবার ছত্তিশগড়ের ভিল্লাইয়ে গিয়ে সেখানকার মহিলা সমৃদ্ধি সম্মেলনে যোগ দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।
ভিল্লাই: বৃহস্পতিবার ছত্তিশগড়ের (Chhattisgarh) ভিল্লাইয়ে (Bhilai) গিয়ে সেখানকার মহিলা সমৃদ্ধি সম্মেলনে (Mahila Samridhi Sammelan) যোগ দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Congress general secretary Priyanka Gandhi Vadra)। পরে স্থানীয় মহিলা নৃত্যশিল্পীদের (women dancers) সঙ্গে ঐতিহ্যশালী সুয়া নাচেও (Sua Naach) পা মেলাতে দেখা যায় তাঁকে। এই সম্মেলনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও (CM Bhupesh Baghel)।
দেখুন ভিডিয়ো:
পরে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, "কেন্দ্রীয় সরকার (Central Government) জি ২০ (G20) সম্মেলনের আয়োজন করেছিল। এটা ভালো উদ্যোগ। কিন্তু, তারা কোনওদিন আপনাদের বেকারত্ব (unemployment) কেন বাড়ছে, মুদ্রাস্ফীতি (inflation) কেন হচ্ছে, কৃষকরা কেন তাঁদের ফসলের (farmers) ন্যায্য মূল্য পাচ্ছেন না তা নিয়ে কোনও প্রশ্নের উত্তর দেবে না। ছত্তিশগড় সরকার রাজনীতির পুরনো পথে (older way of politics) চলে মানুষের জন্য কাজ করছে। সেখানে কেন্দ্রীয় সরকার গরিবদের অধিকার (rights of poor) কেড়ে নিয়ে তাদের ধনী বন্ধুদের হাতে দেশের সম্পদ তুলে দিচ্ছে।" আরও পড়ুন: Dola Sen On Women's Reservation Bill: মহিলা সংরক্ষণ বিল নিয়ে কী বললেন দোলা সেন! ভিডিয়োতে শুনুন তৃণমূল সাংসদের বক্তব্য
দেখুন ভিডিয়ো:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)