Priyanka Gandhi Attacks Central Government: আদানি ও আম্বানির সঙ্গে কেন্দ্রের সম্পর্ক নিয়ে তীব্র কটাক্ষ, ভিডিয়োতে শুনুন প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য
বুধবার রাজস্থানে (Rajastha) নির্বাচনী জনসভা করতে গিয়ে গৌতম আদানি ও মুকেশ আম্বানির নাম না করে তাঁদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের () সম্পর্ক নিয়ে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।
জয়পুর: বুধবার রাজস্থানে (Rajasthan) নির্বাচনী জনসভা করতে গিয়ে গৌতম আদানি ও মুকেশ আম্বানির নাম না করে তাঁদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের (Central government) সম্পর্ক নিয়ে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Congress General Secretary Priyanka Gandhi Vadra)। দেশের সাধারণ মানুষ নয়, সরকার শুধুমাত্র এই দুই ব্যবসায়ীকে (businessmen) লাভবান করছে বলেও অভিযোগ করেন তিনি।
নির্বাচনী জনসভা থেকে বিজেপি-শাসিত কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, "আজকের কেন্দ্রীয় সরকার শুধুমাত্র দুটো ব্যবসায়ীকে লাভবান করছে। বিমানবন্দর (Airports), জল বন্দর (ports) এবং পিএসইউগুলোকে (PSU) তাঁদের দিয়ে দেওয়া হচ্ছে। তারা কোনও নতুন কর্মসংস্থানের সুযোগ (employment opportunities) তৈরি করছে না। তাদের কোনও দূরদৃষ্টি (vision) এবং রোডম্যাপ (roadmap) নেই।"
দেখুন ভিডিয়ো:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী মোদির খাম (Lifafa) খালি রয়েছে (empty)। তিনি মহিলাদের (women) সংরক্ষণের (reservation) কথা বলেছিলেন। কিন্তু, সেটা বাস্তবায়িত (implemented) করেছেন ১০ বছর পর। ওরা জাতিগত জনগণনার (Caste census) বিষয়ে কোনও কথা বলছে না। এক সময় ওরা ইস্টার্ন রাজস্থান ক্যানাল প্রজেক্ট (Eastern Rajasthan Canal Project) তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু, কিছুই করা হয়নি। ওদের প্রতিশ্রুতি ভূতুড়ে (hollow)। আর সমস্ত কংগ্রেস সরকার (ongress governments) তাদের প্রতিশ্রুতিগুলি (promises) বাস্তবায়িত করেছে।" আরও পড়ুন: Telangana Assembly Elections 2023: তেলাঙ্গানায় টিকিট বিলি নিয়ে বিতর্ক! ভিডিয়োতে দেখুন দিল্লির সদর দফতরের সামনে বিক্ষোভ কংগ্রেস কর্মীদের
দেখুন ভিডিয়ো: