Jairam Ramesh Attacks PM Modi: 'কর্নাটকে কংগ্রেসের জয় মানে প্রধানমন্ত্রী মোদির পরাজয়', ভিডিয়োতে শুনুন কংগ্রেস নেতা জয়রাম রমেশের বক্তব্য
১০ মে বিধানসভা ভোট হয়েছে কর্নাটকে। ভোটগ্রহণ শেষ হতেই যে সমস্ত এগজিট পোল বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে, দক্ষিণের এই রাজ্যে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে ক্ষমতা দখল করার প্রবল সম্ভাবনা রয়েছে কংগ্রেসের।
নয়াদিল্লি: ১০ মে বিধানসভা ভোট হয়েছে কর্নাটকে (Karnataka Assembly Election 2023)। ভোটগ্রহণ শেষ হতেই যে সমস্ত এগজিট পোল বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে, দক্ষিণের এই রাজ্যে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে ক্ষমতা দখল করার প্রবল সম্ভাবনা রয়েছে কংগ্রেসের (Congress)। আর তারপর দেশজুড়ে বিজেপি বিরোধীরা উল্লসিত হয়ে পড়েছে। সবাই গেরুয়া শিবিরের হার দেখতে আগ্রহ প্রকাশ করেছে। বিজেপি হারলে তারা খুশি হবে বলেও জানিয়েছে।
এই নিয়ে বিভিন্ন আলোচনার মাঝেই শুক্রবার কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মিডিয়া ইনচার্জ (Congress General Secretary in-charge Communications) জয়রাম রমেশ (Jairam Ramesh) বলেন, "কর্নাটকে কংগ্রেসের জয় (Congress' victory) মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরাজয় (PM Modi's defeat)। কারণ তিনি ছাড়া কর্নাটকে আরও কেউ এত প্রচার (campaigned) করেননি। কর্নাটকে বিজেপির (BJP) পরাজয়ের (defeat) পরেই ২০২৪ সালে দিল্লির (Delhi) জন্য দরজা (door) খুলে যাবে কংগ্রেসের।"