CBI arrests Manish Sisodia: মদের দোকানের লাইসেন্স প্রদানে দুর্নীতির অভিযোগে সিবিআই-এর হাতে ধৃত দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া
অরবিন্দ কেজরিওয়াল সরকারের লিকার পলিসি সংক্রান্ত মামলায় দীর্ঘ জেরার পর দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়াকে গ্রেফতার করল রবিবার।
নয়াদিল্লি: অরবিন্দ কেজরিওয়াল সরকারের লিকার পলিসি সংক্রান্ত মামলায় দীর্ঘ জেরার পর দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়াকে (Delhi Deputy CM Manish Sisodia) CBI গ্রেফতার করল রবিবার।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় দীর্ঘক্ষণ জেরার করার পর দিল্লির উপমুখ্যমন্ত্রীকে গ্রেফতার (arrest) করল সিবিআই।
এই ঘটনার পরেই সিবিআইয়ের হেড কোয়ার্টারের বাইরে যাতে শান্তির পরিবেশ বজায় থাকে তার জন্য প্রচুর পরিমাণে RAF মোতায়েন করা হয়েছে।
তাঁর সরকারের ডেপুটিকে এভাবে গ্রেফতার করার ঘটনায় কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal )। বলেন, "মনীশ নির্দোষ। নোংরা রাজনীতির (dirty politics) কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে। মণীশকে গ্রেফতার করার জন্য প্রচুর মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সবাই দেখছে ,,,, আমাদের লড়াই আরও শক্তিশালী হবে।"