Calcutta High Court: ময়নার বিজেপি নেতার দেহ দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের, হবে ভিডিয়োগ্রাফিও

Photo Credits: Wikimedia Commons

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে আবারও এক বিজেপি নেতাকে খুনের অভিযোগ উঠল পরিবারের তরফে। সোমবার রাতে স্ত্রীর সামনেই বাকচা-র বিজেপি বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে জোর করে প্রথমে মোটরবাইকে চাপিয়ে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর কিছুটা দূরে রাতে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।ঘটনার পরেই উত্তপ্ত হয়ে ওঠে। আজ ময়নায় ১২ ঘণ্টার বনধ ও ডাকে বিজেপি ।

ইতিমধ্যেই ময়না তদন্ত করে  বিজয়ের দেহ থেকে গুলি উদ্ধার করা হয়েছে। কিন্তু রাজ্য পুলিশের ওপর ভরসা নেই বলে মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পরিবার। বুধবার সেই মামলার শুনানিতে বিচারপতি রাজা শেখর মান্থা দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন। সেই ময়নাতদন্ত করার ক্ষেত্রে কোনও সমস্যা নেই বলে আদালতে জানিয়েছে রাজ্য। সূত্রের খবর, তমলুক থেকে দেহ আনা হচ্ছে কলকাতায়। বুধবার বিকেল ৪ টের পর কমান্ড হাসপাতালে হবে ময়নাতদন্ত। হাইকোর্টের আরও নির্দেশ, ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফি করতে হবে। এবং অশান্তি এড়াতে পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনী চার সপ্তাহের জন্য মোতায়েন করারও নির্দেশ দেওয়া হয়েছে।