Jyotiraditya Scindia: মন্ত্রীত্ব পেয়েই ফেসবুকে মোদি বিরোধী ভিডিও, শিরোনামে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

বুধবার কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই হ্যাক হল জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার (Jyotiraditya Scindia) অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট৷ হ্যাকার একটি পুরোনো ভিডিও শেয়ার করেছে তাঁর টাইমলাইনে৷

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া(Photo Credits: BJP)

নতুন দিল্লি, ৯ জুলাই: বুধবার কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই হ্যাক হল জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার (Jyotiraditya Scindia) অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট৷ হ্যাকার একটি পুরোনো ভিডিও শেয়ার করেছে তাঁর টাইমলাইনে৷ যে ভিডিওটি বিজেপির নয়া কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেসে থাকাকালীন ফেসবুকে পোস্ট করেছিলেন৷ এরপরেই মধ্যেপ্রদেশের গোয়ালিয়রে হ্যাকিংয়ের অভিযোগ দায়ের হয়৷যদিও মিনিট খানেকের মধ্যেই ফেসবুক অ্যাকাউন্টটিকে পূর্বাবস্থায় ফেরানো গেছে৷ভিডিওটিতে দেখা যাচ্ছে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ গত বছর মার্চ মাসে কংগ্রেস ছাড়েন তিনি৷ পরে বিজেপি শিবিরে যোগ দেন৷ আরও পড়ুন-Coronavirus cases In India: বাড়ছে সংক্রমণ, নতুন আক্রান্ত ৪৩ হাজার ৩৯৩ জন

বুধবার সন্ধ্যা ৬টা বেজে ১৫ মিনিটে অসামরিক পরিবহন মন্ত্রী হিসেবে শপথ নেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ এর ৬ ঘণ্টা পরেই তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়৷ এরপর বিজেপির তরফে জানানো হয়, কিছু সমাজবিরোধীরা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াজির ফেসবুক অ্যাকাউন্ড হ্যাক করে৷   ঘটনাটি ঘটেছিল, তাঁর কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে পরেই৷ দেখা যায় আপত্তিকর ভিডিও শেয়ার হয়েছে তাঁর অ্যাকাউন্ট থেকে৷ প্রায় সঙ্গে সঙ্গেই বিজেপি কর্মীরা ভিডিওটি দেখে সাইবার টিমকে জানালে তৎক্ষণাৎ অ্যাকাউন্টটি রিকভার করা হয়৷ এরপরই ঘটনার পরিপ্রেক্ষিতে গোয়ালিয়র থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি এক শীর্ষ নেতা৷ পুলিশের তরফে জানানো হয়েছে ৭-৮ জুলাইয়ের মধ্যে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে৷  জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ফেসবুক অ্যাকাউন্টের তত্ত্বাবধানে থাকা আইটিসেল এখন তদন্তের অধীনে রয়েছে৷

মধ্যপ্রদেশে কমলনাথ সরকারের নেপথ্যে ছিল ২৪ জন বিধায়ক-সহ সিন্ধিয়ার কংগ্রেস ত্যাগ৷ গত জুনেই সিন্ধিয়াকে রাজ্যসভায় পাঠায় বিজেপি৷ এখন হরদীপ সিং পুরীকে সরিয়ে তাঁকে করা হল অসামরিক বিমান পরিবহন মন্ত্রী৷