বাংলার যে ৬টি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হচ্ছে- প্রার্থীরা, কেন ভোট, কে এগিয়ে
পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের পাশাপাশি ৮টি বিধানসভা নির্বাচনে উপনির্বাচন হচ্ছে। কোন কোন আসন সেগুলি, কেনই বা সেখানে উপনির্বাচন হচ্ছে জানুন-
কলকাতা, ১০মে: দেশজুড়ে ৫৪৩টি আসনের সঙ্গে রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রে সাত দফায় নির্বাচন চলছে। পাশাপাশি অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh), অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh), সিকিম (Sikkim), ওডিশা (Odisha)-য় হচ্ছে বিধানসভা নির্বাচন (Assembly Election)। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ (West Bengal)-এ লোকসভা নির্বাচনের পাশাপাশি ৮টি বিধানসভা নির্বাচনে উপনির্বাচন (Assembly By Election) হচ্ছে। কোন কোন আসন সেগুলি, কেনই বা সেখানে উপনির্বাচন হচ্ছে জানুন-
কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্র (Krishnaganj Vidhan Sabha constituency)
এখানকার তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস (Satyajit Biswas)-কে গুলি করে খুন করা হয়। তাই তাঁর মৃত্য়ুতে এই আসনে উপনির্বাচন হচ্ছে। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বর্তমানে হাঁসখালি পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ প্রমথরঞ্জন বসু (Pramath Ranjan Bose) প্রার্থী তৃণমূলের। রাজনীতির পাশাপাশি মতুয়াদের জন্য তিনি কাজ করেছেন। বর্তমানে নদীয়া জেলা মতুয়া মহাসংঘের সভাপতিও প্রমথবাবু।
২০১৯ উপনির্বাচনের প্রার্থীরা
প্রমথরঞ্জন বসু (তৃণমূল) (TMC)
আশীষ কুমার বিশ্বাস (বিজেপি) (BJP)
মৃনাল বিশ্বাস (বামফ্রন্ট) (Left)
উলুবেড়িয়া বিধানসভা কেন্দ্র (Uluberia Vidhan Sabha)
হাওড়া জেলার এই কেন্দ্রে তৃণমূল বিধায়ক রাজ্যের প্রাক্তন আইপিএস হায়দার আজিজ সফির মৃত্যুতে আসন শূন্য হয়েছিল।
২০১৯ উপনির্বাচনের প্রার্থীরা
ইদ্রিশ আলি (Idrish Ali) (তৃণমূল) (TMC)
সাবিরুদ্দিন মোল্লা (সিপিএম)
দার্জিলিং বিধানসভা কেন্দ্র (Darjeeling Vidhan Sabha)
এই কেন্দ্রের বিধায়ক ছিলেন অমর সিমং রাই। তিনি গোর্খা জনমুক্তি মোর্চার টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন। সেই অমর সিং রাই এবার গোর্খা জনমুক্তি মোর্চা ছেড়ে তৃণমূলে নাম লিখিয়ে দার্জিলিং লোকসভায় তৃণমূলের প্রার্থী। আর তাই তাঁকে বিধায়ক পদ ছাড়তে হয়েছে। তাই এই বিধানসভা আসনটি খালি হয়ে গিয়েছে।
২০১৯ উপনির্বাচনের প্রার্থীরা
বিনয় তামাং (তৃণমূল সমর্থিত গোর্খা জনমুক্তি মোর্চা প্রার্থী)
সারদা সুব্বা রাই (নির্দল, তৃণমূল বিক্ষুব্ধ)
নীরজ তামাং জিমবা (বিজেপি)
ইসলামপুর বিধানসভা কেন্দ্র (Islampur Vidhan Sabha)
এই কেন্দ্রের কংগ্রেস বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল দলবদল করে তৃণমূলে নাম লিখিয়েছেন। কানাইয়ালাল এবার রায়গঞ্জ আসন থেকে তৃণমূল প্রার্থী। আর তাই এই বিধানসভা কেন্দ্রে নির্বাচন হচ্ছে।
২০১৯ উপনির্বাচনের প্রার্থীরা
আব্দুল করিম চৌধুরী (তৃণমূল)
সৌম্যরূপ মন্ডল (বিজেপি)
স্বপন গুহনিয়োগী (সিপিএম)
মোজাফ্ফর হোসেন (কংগ্রেস)
ভাটপাড়া বিধানসভা কেন্দ্র
এই কেন্দ্রের বিধায়ক অর্জুন সিংয়ের নাটকীয় পদত্যাগের কথা বহু চর্চিত। ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং তৃণমূলের টিকিটে ব্যারাকপুর লোকসভায় প্রার্থী হতে না পারার ক্ষোভে দলে ছেড়ে নাম লেখান বিজেপি-তে। অর্জুনকে ব্যারাকপুর লোকসভা আসনে প্রার্থী করে তৃণমূল। আর তাই বিধায়ক অর্জুন সিংয়ের পদত্যাগে এই বিধানসভা আসনটি খালি হয়েছে।
২০১৯ উপনির্বাচনের প্রার্থীরা
মদন মিত্র (তৃণমূল)
পবন সিং (বিজেপি)
রঞ্জিত মণ্ডল (সিপিএম)
খাজা আহমেদ (কংগ্রেস)
হবিবপুর বিধানসভা কেন্দ্র
সিপিএম বিধায়ক খগেন মুর্মু দলত্যাগ করে উত্তর মালদহ থেকে বিজেপি প্রার্থী হয়েছেন। তাই এখানে উপনির্বাচন হচ্ছে।
২০১৯ উপনির্বাচনের প্রার্থীরা
অমল কিস্কু (তৃণমূল)
রেজিনা মুর্মু (বিজেপি)
রেজিনা মুর্মু (কংগ্রেস)
সাধু টুডু (সিপিএম)
কান্দি বিধানসভা কেন্দ্র
বহরমপুর লোকসভা কেন্দ্রের এই আসনে ভোট হওয়ার কারণ সেই দলবদল। কংগ্রেস বিধায়ক অপূর্ব সরকার দলবদল করে বহরমপুর আসন থেকে তৃণমূলের টিকিটে তাঁর গুরু তথা কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন। কান্দিতে তাই উপনির্বাচন হচ্ছে।
২০১৯ বিধানসভা উপনির্বাচনের প্রার্থীরা
গৌতম রায় (তৃণমূল)
সনত মণ্ডল (বিজেপি)
সফিউল আলাম খান (কংগ্রেস)
নওদা বিধানসভা কেন্দ্র
কংগ্রেস বিধায়ক আবু তাহের দলবদল করে মুর্শিদাবাদ আসন থেকে তৃণমূল প্রার্থী। তাই এখানে উপনির্বাচন হচ্ছে।
২০১৯ বিধানসভা উপনির্বাচনের প্রার্থীরা
সাইনা মমতাজ বেগম (তৃণমূল)
সুনীল মণ্ডল (কংগ্রেস)
অনুপম মন্ডল (বিজেপি)
সিরাজুল ইসলাম মণ্ডল (আরএসপি)
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)