LOK SABHA ELECTIONS 2019: বর্ধমান—দুর্গাপুর লোকসভা কেন্দ্র

বর্ধমান দক্ষিণ (Burdwan South), বর্ধমান উত্তর(Burdwan north),মন্তেশ্বর (Manteswar), ভাতার (Bhatar), গলসি(Galsi), দুর্গাপুর পূর্ব (Durgapur east), দুর্গাপুর(Durgapur)

জলপাইগুড়ি লোকসভায় এবার চতু্র্মুখী লড়াই। (Photo Credit: LatestLY)

বর্ধমান–দুর্গাপুর:‌ (Burdwan-Durgapur) মূলত শিল্পাঞ্চল প্রধান এলাকা। তবে বর্ধমান সদর শহরও এই লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে।

বিধানসভা কেন্দ্র:‌ বর্ধমান দক্ষিণ (Burdwan South), বর্ধমান উত্তর(Burdwan north),মন্তেশ্বর (Manteswar), ভাতার (Bhatar), গলসি(Galsi), দুর্গাপুর পূর্ব (Durgapur east), দুর্গাপুর(Durgapur)

পশ্চিম২০১৪ সালের লোকসভা ভোটের ফলাফল

মুমতাজ সঙ্ঘমিতা(‌তৃণমূল কংগ্রেস)‌—প্রাপ্ত ভোট ৫,৫৪,৫২১

সইদুল হক(‌সিপিএম)‌—প্রাপ্ত ভোট ৪,৪৭,১৯০

দেবশ্রী চোধুরী(‌বিজেপি)‌—প্রাপ্ত ভোট ২,৩৭,২০৫

২০১৯ সালের লোকসভা ভোটের প্রার্থী

মুমতাজ সঙ্ঘমিতা(‌তৃণমূল কংগ্রেস) (Mumtaj sanghamita)

আভাস রায়চৌধুরী(‌সিপিএম)‌(Avash Roychowdhury)

এসএস আলুওয়ালিয়া(‌বিজেপি)‌ (ss Aluwalia)

রঞ্জিত মুখার্জি(‌কংগ্রেস)‌(Ranjit Mukerjee)

মন্তব্য:‌ কানা কানায় লড়াই হতে চলেছে এই লোকসভা কেন্দ্রে। তৃণমূলের মোকাবিলায় বিজেপির হেভিওয়েট প্রার্থী কতটা টক্কর দিতে পারবে তার উপর নির্ভর করছে ফলাফল।