JP Nadda Attacks Congress: 'ছত্তিশগড়ে পাঁচ বছর ধরে গ্রহণ চলছে', ভিডিয়োতে শুনুন কংগ্রেসকে কটাক্ষ করে আরও কী বললেন জেপি নাড্ডা

ছত্তিশগড়ে পাঁচ ধরে গ্রহণ চলছে বলে রবিবার রায়পুরের নির্বাচনী জনসভা থেকে কংগ্রেসকে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

Photo Credits: ANI

রায়পুর: ছত্তিশগড়ে (Chhattisgarh) পাঁচ বছর ধরে গ্রহণ চলছে বলে রবিবার রায়পুরের (Raipur) নির্বাচনী জনসভা (public rally) থেকে কংগ্রেসকে (Congress) কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP National President JP Nadda)। এখানকার রাজ্য সরকার পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতিতে (corruption) ডুবে আছেন বলেও অভিযোগ জানান তিনি।

বিজেপিকে রাজ্যে ক্ষমতায় আনার আবেদন জানিয়ে জেপি নাড্ডা বলেন, "গতকাল চন্দ্রগ্রহণ (lunar eclipse) ছিল। ছত্তিশগড়েও গত পাঁচ বছর ধরে গ্রহণ চলছে। এখন সময় এসেছে এই গ্রহণ থেকে মুক্তি পাওয়ার। এই সরকার পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতিতে ডুবে রয়েছে।"

দেখুন ভিডিয়ো:

কংগ্রেসকে আক্রমণ করে তিনি আরও বলেন, "কংগ্রেস কোনওদিন মানুষের কথা চিন্তা (thought) করেনি। ওরা শুধুমাত্র নিজেদের ও পরিবারের (family) কথা ভেবেছে। ওরা ছত্তিশগড়ে করা কোনও উন্নয়নের (development) কাজের কথা উল্লেখ করতে পারবে না। ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ী (Bharat Ratna Atal Bihari Vajpayee) ছত্তিশগড়কে তার নাম দিয়েছিল। ওরা শাসন (ruled) করলেও ছত্তিশগড়ের কথা চিন্তা করেনি।" আরও পড়ুন: Rahul Gandhi Harvesting Paddy: ছত্তিশগড়ে কৃষকদের চাষের কাছে সাহায্য করলেন রাহুল গান্ধী, দেখুন কংগ্রেস সাংসদের শেয়ার করা ছবি

দেখুন ভিডিয়ো: